Wednesday, March 30, 2016

এন্ড

ইয়ার এন্ড


জানালাটা কচরমচর করছে। ছিটকিনি বিট্রে করল বলে। এই দুপুরেও ঘরটা আবছায়ায়। টেবিল থেকে পেপার ওয়েট নিয়ে খানিক লোফালুফিতে মন শান্ত হল না।

কম্পিউটারের স্ক্রিনসেভারে একটা বেড়াল ক্রমাগত চোখ মেরে চলেছে। রিমাইন্ডার স্লিপগুলো টেবিলে ছড়িয়ে, অযত্নে। এসি আর ফ্যান মিলে ঘাম মোছাতে পারছে না।

অথচ ইয়ার এন্ড প্রেশার তাঁকে স্পর্শ করেনি আদৌ, বরং পিয়ার এন্ড প্রেশার তার রক্ত চাপ দ্বিগুণ করেছে।

"ইহার এন্ড দেখিয়া ছাড়ব", ওথেলো দত্তর ঝোড়া স্বগতোক্তিতে ফড়ফড়িয়ে উঠল টেবিল ক্যালেন্ডারের মার্চের পাতা।


উইকেন্ড

- উইকেন্ড ইজ হিয়ার।
- এ কী রে! আজ মঙ্গল।
- সে কী! আজ শুক্রু নয়?
- সে কী!
- আজ শুক্রু নয়?
- কেন হবে? টিউসডে!
- আজ রামের বোতল বগলে বাড়ি ফেরা নয়?
- এমন ভীমরতি কেন?
- আজ কাল মাটনের দোকানে লাইন নয়?
- চারাপোনা।
- অ্যালার্ম ঘড়ির ব্যাটারি খুলে মোবাইল স্যুইচ অফ করে ঘুমোতে যাওয়ার দরকার নেই আজ?
- বিলকুল নেই।
নিজের মনের বেলুনে নিজের হিসেবের ছুঁচ ফুটিয়ে রাতের ঠাণ্ডা বালিতে এলোমেলো গেলেন ক্রসোবাবু।

No comments: