Sunday, January 7, 2018

কালাহারি

কালাহারি ক' রকমের?

দু'রকম! তুলতুলে ও খতরনাক।

তুলতুলেটা রয়েছে আফ্রিকায়।

আর খতরনাক?

এই যে মাঝরাত্রে গায়ের কম্বল সরিয়ে, স্যুইচবোর্ড হাতড়ে আলো জ্বেলে, শোওয়ার ঘরের দরজা পেরিয়ে, ড্রয়িং রুমে ছড়িয়ে থাকা মোড়া ডিঙিয়ে,  ব্যালকনির কনকনে হাওয়ার থাপ্পড়কে হেলায় উড়িয়ে ফ্রিজের কাছে পৌঁছনো...

আর তারপর বুঝতে পারা যে হিসেবে গরমিল ছিল,
ফ্রীজে একটাও ক্ষীরকদম পড়ে নেই।
নেই। একটাও।

সেই শুনশান ফ্রীজ থেকে খাট অবধি ফেরার যে'টুকু পথ; সে'টুকুই; খতরনাকেস্ট কালাহারি।

No comments: