Wednesday, January 31, 2018

ভয়ডর

- মৃত্যু ভয়?
- জন্মিলে মরিতে হবে..এট সেটেরা।
- স্বজন হারানোর চিন্তা?
- ডেডবডি স্বজন নয়।
- কলঙ্কের কালি মাখতে হলে?
- একটু স্ক্যান্ডাল, অল্প ভুঁড়ি। ক্যারেক্টারে পালিশ আনে।
- তাহলে আপনি নির্ভয়?
- হান্ড্রেড পার্সেন্ট নই। একটা টেরর্ রয়েইছে।
- কী?
- মাঝরাত্তিরের পিপাসা।
- বিছানার পাশে বোতল নিয়ে শুলেই হল। এই যেমন আমি নিয়ে শুয়েছি। এই দেখুন।
- সেই পার্ফেকশন হিট করা..ঠিক ততটাই জলপান যাতে পিপাসার সাপও মরবে আবার ছোট বাথরুমের প্রেশারও ক্রিয়েট হবে না। ডিফিকাল্ট। বিশেষত শীতের রাতে। আজ পর্যন্ত কেউ অপ্টিমাইজ করতে পারেনি।
- কী কুক্ষণে যে আপনাকে ভয় নিয়ে জিজ্ঞেস করতে গেলাম। কী কুক্ষণেই যে আপনার সঙ্গ রুম শেয়ার করতে রাজী হলাম মশাই। এখান পিপাসা পাচ্ছে।
- বেশ। আপনি পিপাসা আর বাথরুমকে বাইসেক্ট করার চেষ্টা করুন। আমার ঘুম পাচ্ছে। গুড নাইট।

No comments: