Sunday, April 24, 2016

অ্যান্থেম

- এতক্ষণে আসার সময় হল?
- না আসলে এদিকে নতুন তো...আর তাছাড়া সূর্য ওঠা নামার কোন বালাই নেই। সময় ঠাহর করতে বড় অসুবিধা।
- সে অবশ্য স্বর্গে এসে প্রথম প্রথম এ অসুবিধেটা অস্বাভাবিক নয়। যাক গে। জলদি এদিকে এসে লাইনে দাঁড়ান। অ্যাটেনশন পোজিশনে। অ্যাসিস্ট্যান্ট ভগবান এলেন বলে।
- উনি রোজ লেকচার দেন বুঝি?
- না না। লেককচার না। দিনের শুরুতে রোজ জাতীয় সঙ্গীত গাওয়া হয় কিনা।  রোজ! সে'টাই ওভারসি করতে আসেন।
- জাতীয় সঙ্গীত? স্বর্গের আবার জাতীয় সঙ্গীত?
- আজ্ঞে।
- সে কী!
- কেন? আপনি জাতীয় সঙ্গীত মুখস্ত করে আসেননি?
- আমি তো একদম নতুন!
- কুছ পরোয়া নহি। অ্যাসিস্টান্ট ভগবান আসার আগে আমি শিখিয়ে দিচ্ছি।
- এত অল্প সময়ে শিখতে পারব?
- ভেরি ইজি। জলবৎ।  এক মিনিট লাগবে।
- আচ্ছা। বলে দিন।
- সুর করে বলছি। মনে দিয়ে শুনবেন, কেমন?
- ওকে।
- মডিউলেশনটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে?
- ঠিক আছে ভায়া। এবার জাতীয় সঙ্গীত শুরু করুন। আমিমি শুনছি।
- বেশ। ওয়ান। টু। থ্রী। স্টার্ট;
   "সচিইইইইইইইইইইন, সচিন!!! সচিইইইইইইইইইইন, সচিন!!! সচিইইইইইইইইইইন, সচিন!!! সচিইইইইইইইইইইন, সচিন!!! সচিইইইইইইইইইইন, সচিন!!!"।

2 comments:

Shromana Chatterjee said...

Daarun :)

Unknown said...

Fantastic on master blasters 50th birthday - lovely tribute