Wednesday, April 6, 2016

শ্রোডিঙ্গার

- বাবু।
- এত রাত্রে? কী ব্যাপার?
- এখানে দুপুর।
- ওহ! রাইট! কিন্তু কী ব্যাপার মিঠু?
- বাবু!
- কাঁদছিস কেন?
- বাবু!
- মিঠু! কী হয়েছে?
- বায়োপসি।
- হোয়াট?
- হসপিটাল থেকে বলছি। রিপোর্ট আসবে। ঘণ্টাখানেকের মধ্যে।
- মিঠু, কী বলছিস?
- রিপোর্ট পসিটিভ হলে দেশে ফিরব। যে ক'টা দিন পাওয়া যায়।
- শাট আপ।
- তোর বিয়ের অফার এক্সপায়্যার করে গেছে বাবু?
- মিঠু প্লিজ।
- ভয় পাস না। মাস খানেকের বেশি সংসার করতে হবে না।
- হুম। রাইট। রিপোর্ট কতক্ষণে দেবে বললি যেন?
- ঘণ্টাখানেকের মধ্যে। লেটস হোপ এভ্রিথিং ইজ ফাইন।
- শ্রুডিঙ্গারের আশা।
- হুঁ?
- নেগেটিভ রিপোর্টের আশা। তোর দেশে ফেরার আশা।
- ঘুমো। রিপোর্ট পেলে কল করব। আবার।

1 comment:

priyanka said...

এরকম লিখলেন কিভাবে। এরকম সত্যি ঘটনা ---সময়টাও প্রায় এক।