মান্না
সে কী সাংঘাতিক কাণ্ড!
কী? না ভগবান ভুলে "মান্না দে" তৈরি করে ফেলেছেন।
এবার তৈরি যখন করে ফেলেইছেন, তখন কী করা যায়? কী করা যায়?
তারপর অনেক ভেবেচিন্তে ভগবান "মাঝরাত" তৈরি করলেন।
তারপর বাঁচোয়া।
সুমন
"বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই"।
ওখানে এসেই থমকে গেলেন সুমনবাবু। পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। ঘটঘট শব্দে ঘুরে চলা ফ্যানটার দিকে তাকিয়ে মিচকি হাসলেন। সে হাসি ক্লান্ত।
তারপর ফের ডুব পিয়ানোতে। এবার গাইলেন;
"বৈশাখী ঝড় আমি তোমাকে চাই"।
Comments