Tuesday, November 24, 2015

শার্প

- বসুন। 
- আপনার বোধ হয় সিগারেট...।
- চলে না। তবে আপনি ধরাতেই পারেন।
- ধন্যবাদ।
- নার্ভাস লাগছে?
- একটু। আর শীতটাও বাড়াবাড়ি রকমের।
- বাইরে মাইনাস বারো। ব্র‍্যান্ডি দিতে বলেছি।
- আসলে জায়গাটা সুন্দর অথচ দম বন্ধ করা অন্ধকার...।
- এটা হিল স্টেশন নয়। আপনার কলকাতা তো নয়ই।
- জানি।
- জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসার কোন মানে হয়? আপনার ঝকঝকে সুন্দর জীবন। নরম, ভালবাসা মাখা। সেলিব্রেটি। আইকন। এই রুক্ষ খুনে পরিবেশে কেন এলেন? 
- ব্রুসের কাছেও তো সবই ছিল। হি ওয়াজ অলসো অন টপ।
- অন টপ? অন টপ? রিয়েলি? গথাম আর কলকাতা একই স্কেলে মাপছেন?
- আর্টিস্টের কাছে সিটি অফ জয় বলে কিস্যু নেই। সমস্তটাই খুনোখুনি। অ্যান্ড আই ওয়ান্ট টু গো ওভার অ্যান্ড অ্যাভব অল দ্য র‍্যাট রেস।
- আর তেমনটা কেমন ভাবে হতে চান?
- আরও ধারাল হয়ে।
- ধারালো? আপনি সুপারস্টার । আপনার হাজার ওয়াটের হাসি।  লেডি কিলার মেজাজ। মন ভোলানো ম্যানারিজমস। অগাধ পয়সাকড়ি। প্রতিপত্তি। 
- সমস্ত। সমস্তই আছে হে ঘুল। নেই শুধু সেই শার্পনেসটুকু। সেই এফোঁড় ওফোঁড় করে দেওয়া কথার দুলকি। সেই ক্ষুরধার দৃষ্টি।  সেই জাদু হিউমরের ছুরি।  ওগো বধু সুন্দরীর সেট থেকে এমনি এমনি পালিয়ে আসিনি। ডামি ডেডবডি এমনি এমনি ফেলে আসিনি।
- সূর্যের মত ধারলো হতে চান উত্তম?
- হে রাস আল ঘুল, আমি রবি ঘোষ হতে চাই।