Wednesday, November 25, 2015

হ্যাশট্যাগ

- কী চাই?

- ঠকঠক করে কাঁপুনিটা বন্ধ করুন। ফার্স্ট ডিমান্ড।

- ন...নলের সামনে দাঁড়িয়ে কাঁ...কাঁপুনিটা অটোমেটিক। ইনভলেন্টারি।

- বন্দুকে এত ভয়? নিউজপেপার তো নিশ্চিন্তে বগলদাবা করে ঘুরে বেড়ান। যত ভয় এই বন্দুকে?

- না মানে....। মানে...চাইছেনটা কী?
- হ্যাশট্যাগ আইডিয়া অফ রোম্যান্স।
- আ....আজ্ঞে?
- মানে রোম্যান্স সম্বন্ধে আপনার আইডিয়া কী?
- আ...আমার আইডিয়া?
- বলুন। না বললেই নয়।
- না বললেই বুঝি ঢি...ঢি...ঢি...।
- ঢিশুম? ইয়েস। ঢিশুম। এবার বলুন।
- রোম...রোম...।
- বেহালা কাঁধ থেকে নামান ভাই নিরো। হোয়াট ইজ ইওর আইডিয়া অফ রোম্যান্স?
- আমার?
- নয়তো কি ডালহৌসির?
- রোম্যান্স। রি...রিয়েল রোম্যান্স বলতে বিয়ে...।
- বিয়ে? একশোয় বারো।
- যে সে বিয়ে নয়। শীর্ষেন্দুর দিলদরিয়া চোরের সাথে শীর্ষেন্দুর মাই ডিয়ার পেত্নীর বিয়ে।
- রিয়েলি? একশোয় একশো।
- ঘোড়াটা সামলে স্যার।
- এই নিন। এই রিভলভার এখন আপনার। মাই জব ডান।
- মানে?
- মানে এই বন্দুক অন্য কারুর কপালে ঠেকিয়ে ‪#‎IdeaOfRomance‬ য়ের পরের কিস্তি আপনাকে আদায় করতে হবে। যে দেশে যে ইয়ে।
- মাইরি? এই বন্দুকটা আমার? এটা কোল্ট?
- না। কোল্ট তো ফেলুদার। এটা ফেসবুকের; এটা ট্যাগ।

No comments: