Wednesday, November 11, 2015

স্টেরয়েড

প্রতি শনিবার সকালে হৃদয় কে জিমে পাঠানোর বিশেষ দরকার। গোটা হপ্তার যা কড়কানি, হপ্তায় একবার অন্তত মনকে গড়ে পিটে নেওয়া দরকার।

সকাল দশটার আধো ঘুমের টি শার্ট আর সোফার শর্টস পরিয়ে হৃদয়কে ঠেলে পাঠিয়ে দেওয়া জলখাবারের প্লেটের জিমে। সেখানে হৃদয় ছুটবে; ক্লান্তির মেদ ঝড়াবে, ছিপছিপে লিন-মিন প্রেম মেশিন হয়ে উঠবে অন্তর। হেমন্তর "পথ হারাবোর" তালে গতি সঞ্চয় করে হৃদয় লুচির ট্রেড মিলে দৌড়বে, সাথে আলুর দমের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আর মিহিদানার এরোবিক্‌স। হৃদয়ের তৃপ্ত ঘাম ঝড়বে নোলার দাবীময় সকসকে! দানা দানা ভালোবাসা অন্তরের আনাচে কানাচে ব্যাগাটেলির বলগুলোর মত ছড়িয়ে পড়বে।

"কাল ব্রেকফাস্টে লুচি" - বাঙালি হৃদয়ের জন্য এই আশ্বাসের চেয়ে বড় স্টেরয়েড আর হয় না।

No comments: