Wednesday, November 11, 2015

পাত্তা

মৃণালবাবু বৌকে পাত্তা দিচ্ছিলেন না। রুথলেসলি ইগনোর করা যাকে বলে। প্রবল রাগে। প্রবল। সন্ধ্যেবেলা ডাবল ডিমের রোল খাওয়া হয়েছে বলে ডিনার থেকে ওমলেট বাদ? ননসেন্স। অটোক্রেসি। ফ্যাসিজম।

বৌ ওগো হ্যাঁগো করে মানভঞ্জন করতে চাইছিলে। কিন্তু মৃণালবাবু প্রবল রাগে পাত্তা দিচ্ছিলেন না। বিছানায় উপুর হয়ে, থুঁতনির নিচে বালিশ রেখে; একটানা শারদীয়া শুকতারার কমিক্সগুলো লূপে পড়ে যাচ্ছিলেন শুধু।

বৌয়ের সমস্ত কথা ডান কান দিয়ে নিয়ে বা কান দিয়ে ইজেক্ট করে যাচ্ছিলেন মৃণালবাবু। প্রবল রাগ। রাগে বৌয়ের সাথে কথা তো দূর; ওর দিকে তাকাতে পর্যন্ত পারছিলেন না। একমনে বৌয়ের নীল ছাপার শাড়ির আঁচল চিবিয়ে যাচ্ছিলেন শুধু।

No comments: