Thursday, November 19, 2015

পানের খোঁজে

- আপনি উন্মাদ....।

- হোয়াই ডু ইউ সে সো ইন্সপেক্টর ?

- হোয়াই? জুতিয়ে মুখ ভেঙে দেব!

- আরে করেছিটা কী?

- এলোপাথাড়ি গুলি চালিয়ে দশজনকে খুন! অকারণে! আপনি মানুষ?

- অকারণ? আপনি অন্ধ?

- অকারণ নয়? 

- শুনুন। পাঁঠা কাতলা দিয়ে আড়াই থালা ভাতে উড়িয়ে বেরোলাম ভালো পানের খোঁজে। রাত এগারোটা বাজতে না বাজতেই সমস্ত পানের দোকান ক্লোজড। ক্যান ইউ ইম্যাজিন? 

- সো?

- চ্যাটুজ্যেদের বিয়েবাড়ি থেকে এক লট বরযাত্রী বেরিয়ে বাসের দিকে হেঁটে যাচ্ছিল। আমি ভদ্রলোকের মত জিজ্ঞেস করলাম এক্সট্রা পান আছে নাকি। খুব আর্জেন্ট রিকোয়ারমেন্ট। অডাসিটি ভাবুন রিফিউজ করলে? বরযাত্রী ঢেঁকুর তুলতে তুলতে ভোজ খেয়ে বেরোচ্ছে, পকেটে এক পিসও প্যাকেট করা পান নেই? হতে পারে?

- তাই বলে....।

- পকেটে দু'টো রিভলভার থাকতে এমন ভ্যানতাড়া সহ্য হয়? দিলাম গুম গুম করে চালিয়ে। কিন্তু কোথায় কী! ক্যালামিটি ভাবুন, চ্যাটার্জীরা বিজলিগ্রীলকে দিয়ে কেটারিং করালে অথচ ডিনার শেষে পান রাখলে না? পান ফ্লেভার আইসক্রীম আর নেকু পান মশলা? রাস্কেলস। খুনগুলো জলে গেল। নো পান ইন টেন ডেড।

1 comment:

Unknown said...

No paan in 10 dead....osadharon :)...puro paan-i-puri