Tuesday, May 31, 2016

মিরাকিউরল

প্রবল ঝাঁকুনিতে দুলালবাবুর ঘুমটা গেলো চটকে। দিব্বি শুয়েছিলেন পাহাড়ের ডগায়, মিহি হাওয়ায় গায়ে কাঁথা টেনে পরম ভালোবাসা মাখানো ঘুম।
ঘুমটা ভালো করে ভাঙতে টের পেলেন গড়গড়িয়ে নেমে আসছেন পাহাড় বেয়ে। মহা মুশকিল।
শেষে থামলেন গিয়ে এক জোড়া লোমশ পায়ের সামনে এসে।

"স্যার, রিয়েলি সরি! হনু এমন বিটকেল কাজ করবে সে'টা ভাবতে পারিনি। রিয়েলি ইনকনসিডারেট অফ হিম। কাঁচা ঘুম ভাঙলো বুঝি দুলালবাবু?"

"সে তো ভাঙলই। কিন্তু আপনাকে তো ঠিক..."।

"আমি জাম্বু। জাম্বুবান "।

"অ। তা আমার এখানে কী মনে করে নিয়ে আসা হলো?"।

"লক্ষণবাবু রীতিমত অসুস্থ। শুনেছি আপনার কাছে মোক্ষম দাওয়াই রয়েছে। ওই মিরাকিউরল না কী নাম যেন?"।

"আরে ও নাম তো তিলু দিয়েছে। অবিশ্যি সে রাইট আমিই ওকে দিয়েছি। ভিভিএস বাবু অসুস্থ বুঝি?"

"ভিভিএস? না না। এ মিডিওকার লক্ষণ! রামের ব্রাদার"।

"অসুস্থ?"।

"ক্রিটিকাল, তাই তো আপনার সে সঞ্জীবনীর খোঁজ করছিলাম"।

"এক ডিবে আছে বটে, ওতেই হয়ে যাবে"।

"অরিজিনাল তো?"।

"আমার দুনিয়াটাই ফ্লিপকার্ট-সম জাম্বুবাবু। ইহা পে সির্ফ অরিজিনাল। ভালো করে দেখুন, এই ডিবেটার গায়ে আমার ছবি ও সই রয়েছে। প্লাস এই দেখুন, জেনুইন তালগাছের স্কেচ"।

No comments: