Friday, May 6, 2016

ফার্স্ট কাপ্‌ল

- এ কী! 
- এ কী মানে?
- এ কাদের ধরে এনেছো?
- কেন? যেমনটি বলে এনেছিলেন। 
- যেমনটি বলেছিলাম? ইয়ার্কি হচ্ছে? আটশো বাহাত্তর অলোকবর্ষ দূরের গ্রহ থেকে আমি এদের আনতে বলেছি?
- বিলকুল। ফার্স্ট কাপ্‌ল অফ দ্যাট প্ল্যানেট। 
- এই এরা? এরা ফার্স্ট কাপ্‌ল অফ আর্থ? এই ডিবাকেলের পর আমাদের গ্রহের মানুষজনের নেতা হিসেবে আমার আর সম্মান থাকবে ভেবেছ? অপদার্থ কোথাকার।
- কী মুশকিল! আরে এরাই ওই গ্রহের ফার্স্ট কাপ্‌ল। আমার রিসার্চ টিমই তো অ্যাডভাইস করলে ওয়াশিংটন নামক এলাকা থেকে এদের তুলতে। মিস্টার অ্যান্ড মিসেস্‌ ওবামা। 
- তোমার মাথা। তুমি পাগল আর তোমার রিসার্চ টিম পেট খারাপ। দুম করে দু'জনকে উঠিয়ে নেওয়ার আগে একবার আমায় ভিডিও কল করে কনফার্ম করতে পারলে না?
- এয়ারটেলের ইণ্টার প্ল্যানেটারি ফোর জি বিট্রে করলে। ওই মেয়েটা অ্যাডে যতটা বাতেলা মারে ততটা স্ট্রং নয় কিন্তু ওদের নেটওয়ার্ক। রিয়েলি। বিশ্বাস করুন। 
- ইউসলেস্‌। নাও, এখন ফের ওয়াপিস যাও। সময় নষ্টের গাছ। দেখি তোমার সামনের ইঙ্ক্রিমেন্ট কার বাবা পাইয়ে দেয়।
- আপনি শিওর এই ওয়াশিংটনের ওবামারা ওখানকার ফার্স্ট কাপ্‌ল নয়? 
- অফ কোর্স নয়। 
- তবে কারা ফার্স্ট কাপ্‌ল?
- বলে দিচ্ছি। এবার যেন ভুল না হয়। ওকে?
- ওকে। কিন্তু কারা? ফার্স্ট কাপ্‌ল?
- দাদা বৌদি। ফ্রম ব্যারাকপুর।

No comments: