Wednesday, May 25, 2016

ভ্যানিশচন্দ্র

- দর্শকদের বলুন আপনার নাম...।
- আমি...আমি...।
- আমার দিকে তাকিয়ে নয়। দর্শকবন্ধুদের দিকে তাকিয়ে বলুন।
- আমি শশধর মাইতি। বৈদ্যবাটিতে বাড়ি।
- বন্ধুরা, বৈদ্যবাটির শশধর মাইতির জন্য এক রাউন্ড জোর হাততালি হয়ে যাক। শশধরবাবু, এই বাক্সতে আমি আপনাকে ঢুকিয়ে দেব।
- এইটায়?
- আজ্ঞে। এইটায়। আর তারপর...।
- ভ্যানিশ?
- ঠিক ধরেছেন। ভ্যানিশ করে দেব আপনাকে। আপনার ভয় করছে?
- একটু কেমন কেমন লাগছে। এই প্রথম ভ্যানিশ হওয়া তো।
- আসুন এবার বাক্সের ভিতরে।
- যাই?
- আসুন....বন্ধুরা...এই দেখুন...বৈদ্যবাটির শশধর মাইতি এবারে আমার জাদু বাক্সে প্রবেশ করলেন। কী তাই তো?

**

- কই। আসুন।
- আ...আপনি....।
- হ্যাঁ। আমি।
- কিন্তু জাদুকর সাহেব, আপনি তো বাক্সের বাইরে ছিলেন। আমায় বাক্সের ভিতরে পাঠালেন ভ্যানিশ করবেন বলে...।
- ও'টা আমি না। আমার ভ্যানিশ।
- আপনার ভ্যানিশ?
- আজ্ঞে।
- মানে কী?
- মানে বাইরেরটা অরিজিনাল না। ভ্যানিশ করে বাইরে পাঠিয়ে দিয়েছি। ও ম্যাজিক ফ্যাজিক দেখিয়ে বেড়ায়। আমি এই বাক্সে থাকি। ইন অরিজিনাল। দিব্বি। চা খাবেন?
- চা আছে?
- ম্যাজিক বাক্স তো। আমি আর আপনি ছাড়া পুরোটাই ম্যাজিক।
- বুঝুন কাণ্ড। বাইরের আপনি ফলস?
- ফলস না, ভ্যানিশচন্দ্র সরকার। এই নিন। চা। জেনুইন দার্জিলিং।
- আমায় অরিজিনাল বের করবেন তো এ বাক্স থেকে? আহ, বিউটিফুল বানিয়েছে মশাই চা'টা।
- বেরোতে চাইছেন?
- চাইব না?
- শিঙাড়া খাবেন?
- ম্যাজিক শিঙাড়া?
- ফুলকপির।
- আরিব্বাস।
- এবার বলুন। আপনার ভ্যানিশকে ভিতরে রেখে দিয়ে অরিজিনালকে বের করবো?
- লেজার লিখতে লিখতে আঙুলে কড়া পড়ে গেলো মশাই। আর রোজ বাসে ট্রামে বাদুড় ঝোলা। কহাঁতক সয়?
- ফ্যামিলি?
- ও আমার ভ্যানিশ গিয়ে ম্যানেজ দিয়ে দেবে'খন।
- আপনি থাকবেন শশধরবাবু? ইন অরিজিনাল? এ বাক্সে?  রিয়েলি?
- রিয়েলি। দিব্যি লাগছে কিন্তু। সরভাজা হবে? শিঙাড়ার পর জিভ টানছে।
- অফ কোর্স। এই নিন। সরভাজা।
- থ্যাংক ইউ জাদুকর সাহেব।
- শশধরদা, বাঁচালেন। এই প্রথম কেউ রাজী হলো বাক্সে থেকে যেতে। আরেকটা সরভাজা দিই?
- দিন, এমন ভাবে জোর করলে না করা যায় না।
- যাক, ওদিকে সময় হয়ে এলো। এবার তাহলে আপনার ভ্যানিশকে বাইরে পাঠয়ে দিই?

**

শশধরবাবু সোনামুখ করে নিমবেগুন, টকের ডাল আর মুলো ছেঁচকি দিয়ে এক থালা ভাত খেয়ে উঠে গেলেন। গিন্নী অবাক। আজ সন্ধ্যেয় ম্যাজিক শো দেখে মিনসে এতটাই মজেছেন যে খাওয়া নিয়ে তার নিত্যনৈমিত্তিক ঘ্যানঘ্যানটুকু এক্কেবারে ভ্যানিশ।

No comments: