Monday, September 14, 2015

বাবারা


- বাবা হবি?



- ইন ফিউ মান্থস।

- রেডি?

- একদম। প্যারেন্টিংয়ের ওপর খানতিনেক বই অলরেডি পড়ে ফেলেছি।

- বইতে পারফেক্টলি মলাট দিতে শিখেছিস?

- মলাট?


- সেনসিটিভ বাবাদের এসেনশিয়াল কোয়ালিটিগুলোর একটা।


- বইয়ে মলাট দেওয়া?


- অফ কোর্স। 


- রিমি ভালো মলাট দেয়। ও সামলে নেবে।


- নো। স্পার্ম যার মলাট তার। মায়েরা মলাট দেওয়া বইতে বিউটিফুলি লেবেল সেঁটে ছেলে বা মেয়ের নাম ক্লাস সাবজেক্ট লিখবে।


- কোন শাস্ত্রে বলা আছে? 


- মামাকে চ্যালেঞ্জ করছিস?


- তোমায় তো কোনদিন মলাট দিতে দেখলাম না। তোমার ছেলেরা তো দিব্যি বেরিয়ে গেল স্কুল ডিঙিয়ে।


- আমি সেনসিটিভ বাবা নই। প্র‍্যাক্টিকাল বাবা।


- প্র‍্যাক্টিকাল বাবারা বইয়ে মলাট দেয় না? 


- না, প্র‍্যাক্টিকাল বাবাদের প্যারেন্টিং মোটো হচ্ছে ম্যানেজ ইওর ওউন হ্যাপা।


- আমায় তাহলে প্র‍্যাক্টিকাল বাবা না হয়ে সেনসিটিভ বাবা হতে বলছ কেন? 


- কারণ তোর নেচার সেনসিটিভ বাপ হওয়ার জন্য টেলর-মেড।


- হাউ? 


- তোর গুপী গাইন বাঘা বাইন বেশি ভালো লাগে, তুই তাই সেনসিটিভ বাপের ট্র‍্যাজেক্টরিতে আছিস। আমি হীরক রাজার দেশের ফেভারে। আমি প্র‍্যাক্টিকাল বাপ।


- এটা তোমার থাম্বরুল?


- একদম।


- আর যে বাপ গুপী বাঘা ফিরে এলো প্রেফার করে?


- সে বাপ সব সাবজেক্টে স্পুন ফীড করিয়ে ফৌত হবে। 


- তোমার থিওরি মামা, বলিহারি।


- মামাকে চিনে রাখ এই বেলা। ওহ বাই দি বাই; কঙ্গ্রাচুলেশন্স।

1 comment:

সৌরাংশু said...

শেষটা না হলেও থিওরিটা জব্বর...