Thursday, September 10, 2015

হাবিজাবি

- এত হাবিজাবি লিখে কী আনন্দ পাস?

- কবিতা হাবিজাবি?

- আকাশের ব্যাথায় নীল হয়ে আছে মেরুদণ্ড; এটা কোন কবিতা হল?

- সে'দিন যে প্রবন্ধটা লিখলাম, পড়েছিস?

- আলু পোস্তের একাল সেকাল? ও'টা প্রবন্ধ?
- আমার রম্যরচনাগুলোকে ইগনোর করছিস?
- রম্য? পেটে আলকাতরা মাখানো সব লেখা।
- পেটে আলকাতরা?
- তাই তো বলছি। এ'সব হাবিজাবি লিখে কী আনন্দ পাস?
- আনন্দ হাবিজাবি ছেপে যে আনন্দ পায়, এগজ্যাক্টলি সে চাষাড়ে আনন্দেই। কপচে যাই।

No comments: