Thursday, September 24, 2015

ফোন প্রেম

- তোমায় আজ পর্যন্ত দেখা হল না! শুধু ফোনের কথায় এই ভালোবাসা..অবিশ্বাস্য লাগে জানো?

- অবিশ্বাস্য কেন? ফোনে প্রেম হয়। ফোনে লাভ মেকিংও হয়। জানো?

- হয় তো।

- তাহলে এত রাত্রে ফোন করে এমন নিরামিষ কথা বলছ কেন সোনা? সে সামথিং নাইস।

- ইচ্ছে করছে পরতে পরতে তোমার আবরণগুলো খুলে তোমায় আবিষ্কার করি...ভালোবাসি...।

- ও সোনা...প্লীজ...।

- প্রথমে তোমার শাড়ির আঁচল সরিয়ে...।

- উঁহু, প্রথমেই আঁচল সরানো নয়...।

- কেন নয়?

- প্রথমে কফিনের ঢাকনা সরিয়ে তবে না শাড়ির আঁচলে নেমে আসবে...।

No comments: