Monday, September 14, 2015

ইন্টারভিউ স্নিপেট্‌স

১। 
-নিজের ব্যপারে কিছু বলুন
-আলুর দম ভালোবাসি
-এটাই আপনার সবার আগে মনে এল?
-ভুল?
-নয়?
-সরি। 
-ইউ শুড বি। আগে লুচি বলুন।তবে তো।
২।
-আগামী পাঁচ বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চান?
-পাঁচ বছরে এমন জায়গায় থাকতে চাই যাতে সিজন এলে হপ্তায় পাঁচ দিন পাতে ইলিশ থাকে।
৩।
-নিজের দু'টো স্ট্রেন্থ বলুন। 
-এক ব্লেডে দু হপ্তা নিখুঁত ভাবে চালিয়ে নিতে পারি।
মিহিদানা দিয়ে মুড়ি মাখা খেয়ে চার দিন কাটাতে পারি। 
৪।
-নিজের দুটো উইকনেস?
-শাল পাতার দোনা ছাড়া ফুচকা এক্সেপ্ট না করতে পারা। বিজয় দশমীতে সিদ্ধি।
৫।
-দেশের পলিটিকাল সিচুয়েশন সম্বন্ধে আপনার মতামত?
-ঘেঁটে ঘ।
-ইন্ডাস্ট্রি?
-চেটে চ।
-নেগেটিভ শোনাচ্ছে।
-আসুন হিমসাগর নিয়ে গল্প করি

No comments: