Thursday, September 10, 2015

ঘুম আর মা

- ঘুমিয়ে গেলি খোকা?

- ঘুমোব কী করে? তুমি না এলে আমার ঘুম আসে?

- নতুন মা এত সুন্দর ঘুম পাড়ানি গান গায়, তবু আমায় খুঁজিস কেন?

- ছোটমার গায়ে যত ক্রীমের বিচ্ছিরি গন্ধ । অথচ তোমার গায়ে কী সুন্দর হাড় হাড় গন্ধ! তাই তো তোমায় ছাড়া ঘুম আসে না মা।

No comments:

"দ্য লোল্যান্ড" প্রসঙ্গে

যিনি "দ্য লোল্যান্ড" রেকমেন্ড করেছিলেন তিনি এককথায় এ উপন্যাস সম্বন্ধে বলেছিলেন; "বিষাদসিন্ধু"। বিষাদসিন্ধুতে...