Friday, August 14, 2015

ঘুম

-রাত আড়াইটে বাজতে চলল, এখনও ঘুম আসছে না গো?

-না।

-ঘুমের হলটা কী?

-জানি না। ঘুমের কথা বেশি ভাবলে ঘুম আসবে না। বাদ দাও!

-এত রাত হয়ে গেল, ঘুমের কথা ভাবব না গো?

-তখনই বলেছিলাম। মেয়ের অমন বিটকেল নাম দিও না। ঘুম ব্যানার্জি। ধুর!! নাও ঠ্যালা। আমাদের চোখের ঘুম এখন ডিস্কো নাচছে।

No comments:

বাইশের দুই বিনোদ দত্ত লেন

- কাকে চাই? - ম্যাডাম, এ'টা কি অমলেশ সমাদ্দারের বাড়ি? - ওই ঢাউস নেমপ্লেটটা চোখে পড়েনি? ও'টায় কি অমলেশ সমাদ্দার লেখা আছে?...