একঃ
শার্টের বুক পকেট হাতড়াচ্ছিলাম দেশলাই খুঁজতে। না পেয়ে যেই পকেট থেকে হাত বের করতে যাব অমনি খপ করে হাত কামড়ে ধরলে পকেট। আর ঠিক তখনই একটা রিনরিনে সুরে ভেসে আসল পকেটের ভেতর থেকে-
"দিনে একটা করে। কথা দিয়েছিলে"।
**
অন্যঃ
চীনেবাদাম ছাড়িয়ে বাদাম
ফেলে দিয়ে খোসাগুলো নুনে মাখিয়ে টপাটপ
মুখে পড়ছিলেন গণেশ
বণিক। প্রতিবেশী; চুল্লুর
সুবাস মাইন্ড করলে
চলে না। তবে
কিনা বাদামের এমন
অন্যায় অপচয় বরদাস্ত
করা যায় না।
হুড়ুম করে সামনে
গিয়ে জিজ্ঞেস করলাম,
"এটা কী হচ্ছে
গণাদা, এইভাবে বাদাম
ওয়েস্ট করছেন কেন?"।
"ব্যালেন্স রিস্টোর
করছি", মিচকি হেসে
বললেন গণেশ বণিক,
"অনুরাধাও বাদাম ভালবাসতো। পার্কে বসে কত
খাইয়েছি জানো? নিজের
হাতে খোসা ছাড়িয়ে।
কিপিং উইথ হার
প্যাশন ফর বাদাম,
নৃপেন সাহার সিমেন্টের ব্যবসার বিটনুনমাখানো বাদাম
পেয়ে আমার মত
ক্লার্কের ওয়ান বেডরুম
ফ্ল্যাটকে খোসার মত
সাইড করে দিলে
অনুরাধা! উফ! খোসাদের
বড় দুঃখ গো,
বড় দুঃখ। তাই
আমি এভাবেই বদলা
নিয়ে থাকি। বুঝলে?"
- Get link
- Other Apps
Labels
প্রেম
Labels:
প্রেম
- Get link
- Other Apps
Comments