Monday, December 27, 2021

অডিটের দিন

(১৬ নভেম্বর নাকি অডিট দিবস ছিল, সে প্রসঙ্গে এ লেখা)

**

আরে! আজ নাকি অডিট দিবস!
ইয়ে, নিজের মানিব্যাগের অডিট দিয়ে শুরু করলেই অনেক কোম্পানির হালহকিকত খানিকটা আঁচ করা যাবে।
- ইয়ামোটা আধছেঁড়া মানিব্যাগ, কাগজপত্র উপচে পড়ছে। অথচ টাকাকড়ি লবডঙ্কা লেভেলে।
- টাকা নেই, কড়ি নেই। কিন্তু অজস্র খুচরো পয়সা আছে।অসহ্য ওজন অথচ কেউ খুচরো চাইলেই গলা শুকিয়ে আসে।
- কমিউনিস্টের মানিব্যাগ থেকে বেরোতেই পারে কালীঘাটের পুজোর ফুল আর ঘোর ভক্তের মানিব্যাগ থেকে বেরোতেই পারে মার্ক্সের পাসপোর্ট সাইজ ছবি।
- ড্রাইভিং লাইসেন্স খুঁজতে গিয়ে আগে বেরোবে পাঁচ বছর আগের বাসের টিকিট আর দু'বছর আগে খাওয়া নেমনতন্নের মেনু।
- থাকবে শতসহস্র কার্ড। অফিস নিয়ে পর্যুদস্ত মানুষের কলেজ জীবনের লাইব্রেরি কার্ড যেটা আদৌ কোনওদিন ব্যবহার হয়নি। দিল্লীর মেট্রোয় ঝুলোঝুলি করা দাদাটির মানিব্যাগে হাওড়া কর্ডলাইনে যাতায়াত করার মান্থলি। অকেজো ক্রেডিট কার্ড, শপিং মেম্বারশিপ - হিসেব নেই, যুক্তি নেই; তবু আছে।
মোদ্দা কথা -
কড়া মেজাজ দিয়ে রাজ্যপাট চালানো যায়, নিজের মানিব্যাগ অডিট করা যায় না। "সিস্টেম স্ট্রিমলাইন" করার প্রতি যে তীব্র অনীহা, সে'টুকুই আমাদের খুচরো বিপ্লব। যা কিছু অযৌক্তিক, ভরসা সে'টুকুই।

No comments: