Monday, December 27, 2021

মিইয়ে যাওয়া মুখেপ্রেমিকাকে লেখা সতেরো পাতার মেগা-রোম্যান্টিক চিঠির উত্তরে একটা হাড় কাঁপানো খটখটে হোয়্যাটস্যাপ-"হুম"পাওয়ার পর,
মৌজ করে স্পেশ্যাল চায়ে চুবিয়ে খেতে গিয়ে তিনটে হর্লিক্স বিস্কুট কাপে হারিয়ে যাওয়ার পর,
বন্ধুকে পাঠানো 'শুয়ার শালা' এমএমএস ভুলে অফিসের ওপরওলার নম্বরে চলে যাওয়ার পর,
এমন মিইয়ে যাওয়া মুখেই বাড়ি ফিরতে হয়।

No comments: