Saturday, July 1, 2023

লিঙ্কডইন ও মুড়ি-বেগুনি

লিঙ্কডইন আমি: ভুলে যেওনা ব্রাদার, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। স্ট্রাগল তো থাকবেই, সে'সব পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারাটাই হল এক্সেলেন্স।
মুড়ি-বেগুনি আমি: এই একটা দামী কথা বলেছ।
লিঙ্কডইন আমি: কথা দামী না হলে সে'সব মার্কেটে ছাড়বই বা কেন।
মুড়ি-বেগুনি আমি: মার্কেটে আমাদের মত মর্কটদের জায়গা নেই বলছ?
লিঙ্কডইন আমি: মার্কেটে নিজের জায়গা তৈরি করে নিতে হবে৷ নিজেকে এস্টাব্লিশ করতে হবে৷ দাপট না দেখালে চলবে কেন? ওই যে বললাম, মনে রাখতে হবে যে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস।
মুড়ি-বেগুনি আমি: আহা! ভারী দামী কথা৷ লাখটাকা ভরি একএকটা শব্দ।
লিঙ্কডইন আমি: এই, ঠাট্টা করছ না তো?
মুড়ি-বেগুনি আমি: সিরিয়াসলি ভাই৷ সত্যিই তো, জীবনকে গোলাপ ছড়ানো বিছানা ভাবলেই গা কেমন ঘিনঘিন করছে। জীবন অত খেলো নয়৷ জীবন হল গিয়ে..! এই যে ভাইটি..শোনো না৷ এ'বার আমিও একটা দামী কথা বলব। বলি?
লিঙ্কডইন আমি: তুমিও দামী কথা বলবে? মার্কেটে অতিরিক্ত দামী কথা চালাচালি হলে কথার দাম পড়ে যাবে যে। বেসিক ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ইস্যু। তবে ইচ্ছে হয়েছে যখন বলো। শুনি।
মুড়ি-বেগুনি আমি: অর্জ কিয়া হ্যায়..।
লিঙ্কডইন আমি: এই আবার নাটুকেপনা শুরু হল..উফ!
মুড়ি-বেগুনি আমি: লাইফ ইজ নট আ বেড অফ রোসেস। বাট লাইফ ক্যান বি আ কাঁথা অফ নয়নতারাস৷ একটু চোখকান খোলা রাখলেই হল।
লিঙ্কডইন আমি: তুমি কান ধরে বাহাত্তরবার ওঠবস করো ব্রাদার।

No comments: