Saturday, July 1, 2023

লুচি-লিটমাস- বুঝলি, একটা মারাত্মক প্রেম-প্রেম ভাব তৈরি হচ্ছে!

- প্রেম?

- টোটাল প্রেম৷ গভীর, এবং হাইক্লাস।

- সুতপা?

- না।

- বীথি?

- না।

- তবে?

- আরে! কেউ না থাকলে কি মনের মধ্যে প্রেমে জেনারেট হতে নেই?

- সিম্পটম ভালো বুঝছি না ব্রাদার।

- তুই বড় স্কেপটিক। বিরক্তিকর।

- বেশ। তা, এই গদগদ প্রেম-প্রেম ইয়েটা টের পেলি কী করে?

- আজ পর পর লুচি ভাজলাম৷ সবকটা ফুলেছে। সবকটা৷ কাজেই, নির্ঘাৎ প্রেমে পড়েছি। খিটখিটে অপ্রেম পার্সোনালিটি নিয়ে এই কনসিস্টেন্সিতে লুচি ফুলিয়ে যাওয়া জাস্ট পসিবল নয়৷

No comments: