Sunday, July 2, 2023

লেড়োত্বস্রেফ হাফডজন লেড়োর লোভে ছুটির বিকেলে কফি নিয়ে বসি৷

লেড়ো এমনই গভীর ব্যাপার যে তার সঙ্গে জোলো ব্ল্যাককফি অচল৷ ঘন দুধে বানানো কড়া কফি, তাতেই চুবিয়েই লেড়োর উত্তরণ। সে চুবনিটাও মাপা হিসেবের বাইরে গেলেই সর্বনাশ।

সর্বোপরি, লেড়োপ্রেমি মাত্রই জানেন যে লেড়ো-চেবানো মুচুরমুচুরে তাড়াহুড়ো মিশলেই সমস্তটা মাটি৷ স্নেহ-মিশ্রিত আলস্য না পেলে লেড়োর লেড়োত্বটাই নষ্ট।

1 comment:

Anonymous said...

বহু বছরের প্র্যাক্টিসে বিস্কুট নরম হওয়া কিন্তু না ভাঙার স্কিল টা আয়ত্তে এসেছে।