Saturday, July 1, 2023

নারদ নারদ



আকাশে মেঘ।

বিরাট: বৃষ্টি হবে না৷ এই আমি লিখে দিলাম।
গম্ভীর: বন্যায় সব ভেসে যাবে৷ কই রে, কে কোথায় আছিস, স্টাম্পপেপার আন৷ আমি হলফনামাটা দিয়ে রাখি।
বিরাট: কোথাকার মাকাল ফল হে তুমি? স্পষ্ট দেখা যাচ্ছে এ মেঘ উড়ে যাবে৷ হাওয়ার তেজ দেখেছ?
গম্ভীর: হাওয়া কই? হদ্দ গুমোট চাদ্দিক। তুমি কি গবেট না সেফটিপিন?
বিরাট: মুখ সামলে৷ ইনসাল্ট হজম করব না! আমি গবেট? থোঁতামুখ এক্কেবারে...।
গম্ভীর: আর আমায় মাকালফল কে বলেছে? তোমার মেজপিসে?
বিরাট: তবে রে রাস্কেল? আমার মেজপিসে তুলে এত বড় কথা? দেব দু'ঘা?
গম্ভীর: কী? তুইতোকারি? তবে রে..এই কেউ ফুলঝাড়ুটা আন দেখি..।
বিরাট: শুধু তুইতোকারি কেন রে ব্যাটা৷ কে রাস্কেলও বলেছি।
গম্ভীর: দাঁড়া শালা৷ আমি তোর নামে মামলা ঠুকব।
বিরাট: আমি তোর পিছনে গুণ্ডা লেলিয়ে দেব!
গম্ভীর: থাম থাম৷ পিছনে নেই চাম, রাধাকেষ্টর নাম!
বিরাট: চল ব্যাটাচ্ছেলে৷ রাস্তায় চ'৷ এস্পারওস্পার করে দিচ্ছি।
গম্ভীর: হয়েই যাক। দেখিয়েই দি, কত ধানে কত চাল!
বিরাট: ইয়ে..। বলছিলাম যে..।
গম্ভীর: বলেই ফেল না বে।
বিরাট: বৃষ্টি তো নামবে না৷ খানিক পরেই খটখটে রোদ্দুর উঠবে৷ একটা স্কিন অ্যালার্জি ট্রাবল দিচ্ছে তো৷ ডাইরেক্ট রোদ্দুরটা ঝ্যামেলায় ফেলতে পারে।
গম্ভীর: বৃষ্টি? ঢালবে। ঢেলে মাত করে দেবে৷ তবে আমার আবার বৃষ্টিতে ভিজলেই টনসিলটা টনটন করে ওঠে। এ'সময় রাস্তায় না গেলেই ভালো।
বিরাট: যাক, আজ তা'হলে ছেড়ে দিলাম তোমায়।
গম্ভীর: হ্যাঁ৷ আজ তোর বরাত ভালো৷ লটারি কেন৷ আমি যাই, একটু গড়িয়ে নিই গিয়ে৷

(আইপিএল ২০২৩-য়ের সময় লেখা)

No comments: