Saturday, July 1, 2023

ট্রেনের জানালা



ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকার নিয়মাবলি:

১-ক: ট্রেন নন-এসি হলে, জানালার গ্রিলে থুতনি ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে হবে৷
১-খ: ট্রেন এসি হলে, জানালার কাচে নাক ঠেস দিয়ে ড্যাবড্যাব করে তাকিতে থাকতে হবে।
খ: মনে রাখতে হবে, কোনও দৃশ্যপটই অদরকারী নয়।
গ: পাশে বসে কেউ বাজে প্রশ্ন করে চললে অন্যমনস্ক অনিচ্ছুক "হুঁ হাঁ" দিয়ে তাকে নিরস্ত করতে হবে।
ঘ: অচেনা প্ল্যাটফর্ম পেরোনোর সময় বাড়তি মনযোগ দরকার। প্ল্যাটফর্মের বেঞ্চিগুলো কেমন? খাবারদাবারের দোকান কিছু আছে কি? টিকিটঘর, ওয়েটিংরুম, জলের ব্যবস্থা ইত্যাদি চোখে পড়ছে কি? এ'সব জিনিস মনেমনে নোট করতে বা পারলে জানালার সীটটাই মাটি৷
ঙ: মাঠ-ঘাট-গাছপালা সাঁইসাঁই করে পেরনোর সময় দু'চারকলি গান গুনগুন না করলেই নয়৷ তবে ট্রেনের আওয়াজ ছাপিয়ে সে সুর যেন নিজের কানে না ঢোকে, তা'তে সঙ্গীতরসে বিঘ্ন ঘটার সমূহ সম্ভাবনা৷
চ: রেলের ব্রিজ (যে সাইজেরই হোক) পেরোলেই, বাড়তি উত্তেজনাটাকে ফ্লো করতে দিতে হবে৷ কেউ পাত্তা না দিলেও বলে উঠতে হবে "আইব্বাস, দ্যাখ দ্যাখ দ্যাখ"!
ছ: মাঝেমধ্যে কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে দেখতেই হবে যে কী'ভাবে গাছপালা সব একটা দ্রুতগতির কনভেয়ার বেল্টে উল্টোদিকে ছুটে চলেছে আর ট্রেন একই জায়াগায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে৷

No comments: