Sunday, January 24, 2021

ইন্ডিগোর জংলি

১। ইন্ডিগোয় যে চিকেন জাংলি স্যান্ডউইচ দেয়, সে'টি স্বাদে অতুলনীয়৷

২। তবে সে বস্তুটি খাওয়ার টেকনিক জানতে হবে৷ ফুটবল দিয়ে ইয়র্ক করতে চেয়ে লাভ নেই।

৩। ফ্লাইটে বসে ও স্যান্ডউইচে কামড় দিলেই ক্যালামিটি৷

৪৷ অতএব? সে'টিকে ব্যাগে পুরে বাড়িতে নিয়ে যান। কুচিকুচি করে কড়াইতে ফেলে - পেঁয়াজ রসুন টমেটো ডিমভুর্জি দিয়ে নেড়েচেড়ে , কড়া করে ভেজে - তারপর খাওয়ার চেষ্টা করে দেখুন৷ ওই মিসাইলকে হজম করার ওটাই একমাত্র উপায়।

No comments: