Sunday, January 24, 2021

ফেসবুকের খেলা

- ট্যাটু করিয়েছেন?

- মান্না দে যেমনটি বলে গেছেন স্যার৷ হৃদয়ে লিখে রেখেছি, এরিয়েল বারোতে - "রোববার দুপুরের মাংসভাত"।

- হাড় ভেঙেছে? কোনওদিন?

- ওই যে৷ দাঁতের চাপে৷ পাঁঠার হাড়৷ নিয়মিত ভাঙে, স্যার৷

- প্রেমপত্র লিখেছেন?

- ওকে মাঝেমধ্যে রেসিপির লিঙ্ক পাঠাই৷ ফাইনেস্ট প্রেম, বুঝলেন।

No comments: