Sunday, June 3, 2018

নাট বল্টু- একটাও নাটবল্টু নেই।
- একটাও নেই?
- একটাও নেই।
- তাজ্জব।
- তাজ্জব তো বটেই।
- ঠিক আমার মায়ের হাতের বাটিচচ্চড়ির  মত তাজ্জব।
- কীসের মত?
- মায়ের রান্না বাটিচ্চড়ির মত। 
- মানে?
- মানে ওই, অতিরিক্ত মশলাপাতির নাট নেই, পেল্লায় রেসীপির বল্টু নেই। তবু; দিব্যি দাঁড়িয়ে যায়।

No comments:

হাবুডুবু

- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...