Friday, September 16, 2016

টু ব্রেক ইট আপ

- নাহ। মুশকিলে পড়া গেলো।
- ব্রেক আপ ইজ আ গুড থিং। বিশেষত মেয়েটাকে যখন তোর আর ভালো লাগছে না।
- কিন্তু, শুধু ব্রেক আপ করতে চাইছি বললে তো আর হয় না। জাস্টিফাই করতে হবে।
- জাস্টিফাই?
- একটা যুতসই কারণ না হলে...বলব কী করে?
- তোর ওকে আর ভালো লাগছে না। মিটে গেল।
- রিলেশনশিপ ডিপ্লোমেসি তুই বুঝবি না রে। ব্রেক আপ এমন হতে হবে যে'খানে সাপ উইল ডাই আবার হাতের লাঠির পালিশও নষ্ট হবে না। এবং সব চেয়ে বড় কথা; ব্রেক আপের কারণ স্যানিটাইজড হতে হবে।
- স্যানিটাইজড কারণ?
- সেক্সিস্ট হলে চলবে না। প্যাট্রিয়ার্কির গন্ধ থাকলে চলবে না। রেসিস্ট হওয়া যাবে না। এটসেটেরা।
- তুই কি তেমন কোন কারণে...?
- আমি কী ভাবছি তাতে কী এসে গেলো। তার কানে যাতে কন্ট্রোভারসাল না ঠেকে।
- ও।
- হুঁ।
- একটা সাজেশন আছে।
- সাজেশন?
- একটা ইস্যু তুলতে হবে। তা'তে ব্রেক আপ আপনা থেকেই হওয়া উচিৎ।
- যে ইস্যুতে মিউচুয়াল ব্রেক আপ?
- গ্যারেন্টেড!
- বল ভাই। আমিনিয়ায় নিয়ে যাব তোকে।
- শোন। ওকে জিজ্ঞেস কর ঘটক না সত্যজিৎ। উত্তরে যাই বলুক, তুই উলটো দিকে দাঁড়িয়ে পড়। হপ্তা কাটার আগেই রিলেশনশিপ গিলোটিনে।
- ব্রিলিয়ান্ট। তবে একটা ডাউট।
- কীসে?
- সে যদি বলে যে সে দু'দিকেই ডিসিন্টারেস্টেড?
- একজন ঘটকে-সত্যজিতে সামগ্রিক ভাবে নিঃস্পৃহ। তার সাথে আদৌ প্রেম করা উচিৎ?  ব্রেক আপের জন্য এর চেয়ে বড় আল্ট্রা-স্যানিটাইজড কারণ আর জুটবে ভেবেছিস?

No comments: