- হচ্ছে না বিশ্বদা।
- হচ্ছে না? কেন রে?
- জাস্ট হচ্ছে না।
- আরে ধুত্তোর ছাই। কী হচ্ছে না?
- যুগ পাল্টাচ্ছে। মান্ধাতার আমলে পড়ে থাকলে হবে?
- হাতের হাতুড়ির কথা বলছিস?
- এগজ্যাক্টলি। হাজার বছর আগে বিশ্বকর্মার হাতে হাতুড়ি মানাতো। এখন নতুন জমানা।
- হাতে কীবোর্ড নেব? ড্রিল মেশিন?
- মডার্ন হলেই হবে না। পোস্ট মডার্ন হতে হবে।
- পো...পোস্ট মডার্ন?
- ইয়েস স্যার।
- কীবোর্ড ড্রিল মেশিনের চেয়েও এগিয়ে?
- আলবাত।
- সে'টা কী?
- কড়াই আর খুন্তি। সাথে বেসনের ঠোঙা থাকলেও ক্ষতি নেই।
- ধ্যের।
Saturday, September 17, 2016
কর্মা
Subscribe to:
Post Comments (Atom)
পুরনো লেখা
-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
আর চিন্তা নেই । বাঙালিকে আর রোখা যাবে না । আর সামান্য (সম্ভবত কিঞ্চিত গোলমেলে ) কবিতা ছাপাবার জন্যে সম্পাদক কে তোল্লাই দিতে হবে না ...
-
১ মেহেরের বুকটা ঢিপঢিপ করছিল। অনধিকার প্রবেশ ব্যাপারটা বেশ গোলমেলে। যদিও পেল্লায় ভাঙাচোরা এই সাতপুরনো বাড়িটার ধারেকাছেও কেউ ঘেঁষে না। সিকিউ...
-
- ব্রাদার, একটু অপেক্ষা করা যায় না? - চোপ শালা। বন্দুকের ছ'টা গুলিই গেঁথে দেব মুণ্ডুতে..। - অপচয় করবে কেন? একটা গুলিতে যদি ...
-
- কী ব্যাপার দত্ত, অমন ব্যাজার মুখে বসে যে। - ও কিছু না৷ - আরে ভায়া! বলো না৷ - বললাম তো মন্টুদা, অল ইজ ওয়েল। - অল যদি ওয়েলই হবে তবে সামনে র...
No comments:
Post a Comment