- হচ্ছে না বিশ্বদা।
- হচ্ছে না? কেন রে?
- জাস্ট হচ্ছে না।
- আরে ধুত্তোর ছাই। কী হচ্ছে না?
- যুগ পাল্টাচ্ছে। মান্ধাতার আমলে পড়ে থাকলে হবে?
- হাতের হাতুড়ির কথা বলছিস?
- এগজ্যাক্টলি। হাজার বছর আগে বিশ্বকর্মার হাতে হাতুড়ি মানাতো। এখন নতুন জমানা।
- হাতে কীবোর্ড নেব? ড্রিল মেশিন?
- মডার্ন হলেই হবে না। পোস্ট মডার্ন হতে হবে।
- পো...পোস্ট মডার্ন?
- ইয়েস স্যার।
- কীবোর্ড ড্রিল মেশিনের চেয়েও এগিয়ে?
- আলবাত।
- সে'টা কী?
- কড়াই আর খুন্তি। সাথে বেসনের ঠোঙা থাকলেও ক্ষতি নেই।
- ধ্যের।
Saturday, September 17, 2016
কর্মা
Subscribe to:
Post Comments (Atom)
হাবুডুবু
- ইয়ে...। - তুমি অসময়ে ইয়ে বললেই আমার বুক কাঁপে..। - তুমি না! বড্ড পেসিমিস্ট। - নয় নয় করে কুড়ি বছর সংসার করছি৷ তোমার এই ধান্দাবা...


-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
ছাতের এক কোণে দাঁড়িয়ে ছিলেন অমলেশ। পাজামা, স্যান্ডো গেঞ্জি আর ডান হাতে আঙুলের ফাঁকে গোল্ডফ্লেক। শেষ ট্রাম যাওয়ার ঝমঝমে আওয়াজের পর্যন্ত অপে...
-
- দত্তবাবু, কলকাতা বইমেলার স্টল সংখ্যা তিনশো চোদ্দ দশমিক এক পাঁচে আপনাকে স্বাগত জানাই। - স্টল নাম্বার কত? - তিনশো চোদ্দ দশমিক এক পাঁ...

No comments:
Post a Comment