Wednesday, February 9, 2022

নিরুপম আর ব্রেকিং নিউজ



বাসের জানালায় মাথা ঠেকিয়ে বসেছিলেন নিরুপম৷ দুপুরে জব্বর বৃষ্টি হয়েছিল, তাই সন্ধ্যের হাওয়ায় একটা দিব্যি ফুরফুরে ছিল। সে হাওয়া উপভোগ করতে করতে ভুলভাল লিরিক্স আর গোলমেলে সুরে ডাকটেলসের হিন্দী টাইটেল সং গুনগুন করছিলেন তিনি৷ 
"জিন্দেগী তুফানি হ্যায়, যঁহা হ্যায়, ডাকটেলস"৷ 

দুনিয়াটা সত্যিই রঙিন৷ 

এমন সময় কাঁধে টোকা৷

- শুনুন৷

- আমায় বলছেন?

- আপনার গায়ে টোকা মেরে অন্যকে কিছু বলতে যাওয়াটা কি ঠিক হবে?

- টিকিট কেটেছি৷ এই যে৷

- আমার কাঁধে ব্যাগ ঝুলছে? আঙুলের ফাঁকে খুচরো আছে? কথায় হাইস্পীড আছে?

- না। 

- কাজেই আমি কন্ডাক্টর নই। দরকারটা অন্য। এবং জরুরী। 

- কী ব্যাপার বলুন তো..আর আপনি কে?

- আপনার হিতাকাঙ্ক্ষী।  এ'বার যা বলছি শুনুন মন দিয়ে। এই যে গান গাইছেন..।

- সরি...খুব লাউডলি গেয়ে ফেলেছি কি? কিছু মনে করবেন না ভাই..। জানি, আমার সুরতাল বোধ কিঞ্চিৎ গোলমেলে, গলা ছেড়ে গাইলে একটা সোশ্যাল আনরেস্ট তৈরি হওয়াটা আশ্চর্য নয়..। আসলে আজ হাওয়াটা এমন স্যুইট..বুঝলেন..যে একটা আমেজ..।

- না। লাউডনেস নিয়ে অসুবিধে নেই।

- ও মা। তবে?

- ও গান আপনি গাইবেন না।

- আজ্ঞে?

- গাইবেন না৷ ট্রেনেবাসে তো নয়ই৷ বাথরুমেও নয়৷ নিজের মনে মনেও নয়।

- কিন্তু কেন?

- বিদেশি কার্টুন সিরিজের গান ধরেছেন৷ তা'তে আমাদের সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

- ইয়ে, ইয়ার্কি করছেন? হা হা হা...আচ্ছা গায়ে পড়া উজবুক তো মশাই আপনি..। হে হে হে..।

- এ'টা কী দেখেছেন?

- রিভলভার! আপনি আচ্ছা উন্মাদ তো..। আর সবাই দেখুন কাণ্ড..।

- বাসের কেউই আপনার এ অসভ্যতা বরদাস্ত করবে না৷ সবাই চায় আপনাকে টাইট দিতে। 

- আরে এ'টা একটা কার্টুন সিরিজের গান..কী মুশকিল..ছেলেবেলায় শোনা..।

- দেশ তখন গোল্লায় যাচ্ছিল৷ এখন আমরা ঘুরে দাঁড়াচ্ছি৷

- আরে গানটা হিন্দীতেই..।

- কার্টুনটা ম্লেচ্ছ৷ কই, বিক্রম বেতালের টাইটেল সং তো গাইলেন না? 

- লে হালুয়া৷

**

- নিরুপম সাঁতরার বাড়ি?

- হ্যাঁ। আমি ওর বাবা৷ অমল সাঁতরা৷ কী ব্যাপার? পু..পুলিশ কেন?

- আপনার বাড়ির তল্লাশি হবে। এই যে ওয়ারেন্ট!

- সে কী! কিন্তু..খোকা বাড়ি ফেরেনি এখনও..কী ব্যাপার আগে বলুন..।

- ফিরবেনও না। উনি আপাতত আমাদের হেফাজতে৷ সরে যান।

- খোকা গ্রেপ্তার হয়েছে? সে কী! 

- দেশবিরোধী গান গেয়ে বেড়াচ্ছে আপনার খোকা। সেসেশনিস্ট কন্সপিরেসি কপচে লোক খেপিয়ে বেড়াচ্ছে৷ গভর্নমেন্ট ফেলবার তাল করছে৷ 

- সে কী! 

- সরে যান৷ আমাদের কাজ করতে দিন৷

(আধঘণ্টা পর)

- অমলবাবু, আপনাকে আর আপনার স্ত্রীকেও আমাদের সঙ্গে যেতে হবে৷ ইউ আর আন্ডার অ্যারেস্ট।

- ব্যাপারটা কী আমি তো কিছুই..।

- আপনার বাড়িতে দু'টো ডোনাল্ড ডাকের পোস্টার আর একটা মিকি মাউসের ছবিওলা বেডশিট পাওয়া গেছে৷ আসুন আমাদের সঙ্গে..।

**

ব্রেকিং নিউজ। ব্রেকিং নিউজ৷ ব্রেকিং নিউজ৷ 

আজ সন্ধ্যেবেলা, 

শেয়ালদার কাছে এক মিনিবাস থেকে এক বিদেশী মদতপুষ্ট জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জঙ্গিটির নিজের পরিচয় নিরুপম সাঁতরা জানালেও পুলিশের বড়কর্তা জানিয়েছেন যে সে পরিচয়টা নির্ঘাৎ ভুঁয়ো।

রাতের দিকে, পুলিশ সেই জঙ্গির আস্তানায় হানা দিয়ে বেশ কিছু অবৈধ এবং বিপজ্জনক নথিপত্র বাজেয়াপ্ত করে। পুলিশ এ বিষয়ে সমস্ত খোলসা না করলেও এক বিশেষ সূত্রের মারফৎ আমরা জানতে পেরেছি যে বেশ কিছু অস্ত্রশস্ত্র আর বিস্ফোরকও নাকি উদ্ধার করে হয়েছে জঙ্গিদের ডেরা থেকে৷ গ্রেপ্তার করা হয় জঙ্গিটির আরও দুই শাগরেদকে৷ 

সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিই কোনও আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আর শহরে কোনও বড়সড় গোলমাল পাকানোর চেষ্টা করছিল তারা৷ 

বিস্তারিত জানতে হলে সঙ্গে থাকুন৷ ফিরে আসছি একটা ছোট কমার্শিয়াল ব্রেকের পরেই..। 

No comments: