Wednesday, May 3, 2017

গ্রম্

সকাল থেকে যতটা ঘেমেছি তা দিয়ে একটা দেড়কিলো সাইজের মেঘ তৈরি করা যেতে পারে।

ঘামাচি শস্য হলে আমার নাম নবান্ন হত।

মেজাজ চাটু হলে সে'টাকে ইগলুর মাথায় রেখেও তা'তে অমলেট ভেজে খেতে পারবেন।

জল গিলে গিলে পেটে বে অফ বেঙ্গল অথচ গলা জিভ জুড়ে কালাহারি।

ফ্যানের হাওয়া গরম, বাতাস গুমোট। প্রতিটা অক্সিজেনের দানায় ছুঁচের ডগা।

আমাদের গোটা ইভোলিউশনের স্ট্র্যাটেজিই ভুল ছিল। হাঁটতে না শিখে আমাদের মাছের মত জলের তলায় নিঃশ্বাস নেওয়ার জন্য গিল গজিয়ে নেওয়া উচিৎ ছিল। দিব্যি চৌবাচ্চায় চুবনি খেয়ে দুপুর কাটানো যেত।

3 comments:

Anonymous said...

গ্রিস-স্ম

1. জিউস কে ডেকে ‌এ্যটলাস বললেন "আমার পিঠটা একটু চুলকে দে তো, বড্ডো ঘামাচি হয়েছে"।

2. মাঝরাতে জিউস এর ঘরে ডার্মি কুল চুরি করতে ঢুকলেন প্রমিথিউস।

3. এথেনার দেওয়া রিফলেক্টিভ সানগ্লাস পড়ে মেডুসার গুহায় ঢুকলেন পারসিউস, হাতে দুধকলার বাটি আর নবরত্ন তেলের শিশি।

4. হঠাৎ লোডশেডিং হয়ে যেতে ঘুম ভেঙে গেল এন্ডিমিঅন এর, উঠে বসে জানালা খুলে চাঁদ দেখতে লাগলেন তিনি।

5. গঙ্গার ধারে হওয়া খেতে খেতে অনেক দূর হেঁটে চলে গিয়েছিলেন ইউলিসিস, বাড়ি ফিরতে ট্যাক্সি নিতে হল।

Anonymous said...

Jol ta sesh porjonto thakbe bolchen ?

Anonymous said...

Jol ta sesh porjonto thakbe bolchen ?