- হচ্ছে না দাদা।
- হচ্ছে না কী রে? প্রেসে যাওয়ার সময় এসে গেছে। তোর লেখা যাবে বলে শুধু হোল্ড করে রেখেছি।
- হাফ পাতা লিখে বসে রয়েছি এক হপ্তা হয়ে গেল, কিছুতেই এগোতে পারছি না।
- হাফ পাতা লিখেছিস?
- ওই, উদোর পিণ্ডি।
- হাফ পাতা আছে? পড়া আমায়।
- পাগল নাকি। গল্পটার একটা স্ট্রাকচার না নামলে...।
- হাফপাতা লেখা আছে তো?
- তা'তে কী?
- ও'টা আমায় দে। তোর প্রথম প্রকাশিত কবিতা বলে চালিয়ে দেব।
- হোয়াট? আমি আর কবিতা? আর ওই হাফ পাতা তো হিজিবিজি...।
- আধুনিক কবিতা চাঁদু, ও'সব তুমি বুঝবে না। নেহ্, চট করে হাফ পাতা লেখাটা আমায় পাঠিয়ে দে দেখি। কবিতার মত চেহারায় আমি সাজিয়ে নেব'খন।
Tuesday, May 2, 2017
কোবতে
Subscribe to:
Post Comments (Atom)
পুরনো লেখা
-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
আর চিন্তা নেই । বাঙালিকে আর রোখা যাবে না । আর সামান্য (সম্ভবত কিঞ্চিত গোলমেলে ) কবিতা ছাপাবার জন্যে সম্পাদক কে তোল্লাই দিতে হবে না ...
-
১ মেহেরের বুকটা ঢিপঢিপ করছিল। অনধিকার প্রবেশ ব্যাপারটা বেশ গোলমেলে। যদিও পেল্লায় ভাঙাচোরা এই সাতপুরনো বাড়িটার ধারেকাছেও কেউ ঘেঁষে না। সিকিউ...
-
- ব্রাদার, একটু অপেক্ষা করা যায় না? - চোপ শালা। বন্দুকের ছ'টা গুলিই গেঁথে দেব মুণ্ডুতে..। - অপচয় করবে কেন? একটা গুলিতে যদি ...
-
- কী ব্যাপার দত্ত, অমন ব্যাজার মুখে বসে যে। - ও কিছু না৷ - আরে ভায়া! বলো না৷ - বললাম তো মন্টুদা, অল ইজ ওয়েল। - অল যদি ওয়েলই হবে তবে সামনে র...
No comments:
Post a Comment