- হচ্ছে না দাদা।
- হচ্ছে না কী রে? প্রেসে যাওয়ার সময় এসে গেছে। তোর লেখা যাবে বলে শুধু হোল্ড করে রেখেছি।
- হাফ পাতা লিখে বসে রয়েছি এক হপ্তা হয়ে গেল, কিছুতেই এগোতে পারছি না।
- হাফ পাতা লিখেছিস?
- ওই, উদোর পিণ্ডি।
- হাফ পাতা আছে? পড়া আমায়।
- পাগল নাকি। গল্পটার একটা স্ট্রাকচার না নামলে...।
- হাফপাতা লেখা আছে তো?
- তা'তে কী?
- ও'টা আমায় দে। তোর প্রথম প্রকাশিত কবিতা বলে চালিয়ে দেব।
- হোয়াট? আমি আর কবিতা? আর ওই হাফ পাতা তো হিজিবিজি...।
- আধুনিক কবিতা চাঁদু, ও'সব তুমি বুঝবে না। নেহ্, চট করে হাফ পাতা লেখাটা আমায় পাঠিয়ে দে দেখি। কবিতার মত চেহারায় আমি সাজিয়ে নেব'খন।
Tuesday, May 2, 2017
কোবতে
Subscribe to:
Post Comments (Atom)
অনুরাগের লুডো
অনুরাগবাবু আমার অত্যন্ত প্রিয়৷ তার মূলে রয়েছে "বরফি"। লোকমুখে ও বিভিন্ন রিভিউয়ের মাধ্যমে জেনেছি যে বরফিতে ভুলভ্রান্তি ...


-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
- দত্তবাবু, কলকাতা বইমেলার স্টল সংখ্যা তিনশো চোদ্দ দশমিক এক পাঁচে আপনাকে স্বাগত জানাই। - স্টল নাম্বার কত? - তিনশো চোদ্দ দশমিক এক পাঁ...
-
ছাতের এক কোণে দাঁড়িয়ে ছিলেন অমলেশ। পাজামা, স্যান্ডো গেঞ্জি আর ডান হাতে আঙুলের ফাঁকে গোল্ডফ্লেক। শেষ ট্রাম যাওয়ার ঝমঝমে আওয়াজের পর্যন্ত অপে...

No comments:
Post a Comment