Friday, March 17, 2017

কলমের ঢাকনি

কলমের ঢাকনা না হারানো মানুষেরা আদৌ সুবিধের নন। তাঁরা প্রয়োজনে সরল মানুষের গলা কচাৎ করে কেটে ফেলতে পিছপা হবেন না।

কলমের আবিষ্কারই হয়েছিল তার ঢাকনা চটপট হারানো হবে বলে। লেখালিখির জন্য শিলালিপিই যথেষ্ট ছিল। ঢাকনাওলা কলম মানেই মানুষের লিটমাস। এক কলম মাস'খানেক কাগজ ঘষার পরেও যদি মাথায় ঢাকনা নিয়ে ঘুরে বেড়ায়, তা'হলে বুঝতে হবে যে তার মালিকানা আদতে যুদ্ধবাজদের হাতে।

কলমের ঢাকনা না হারানো লোকেরা যুদ্ধের ফিকির আঁটতে সিদ্ধহস্ত। ও'দিকে তাঁদের সঙ্গে সেয়ানে সেয়ানে ঠোকাঠুকি করে যাওয়ার বুকের ধক্ আছে শুধু ছাতা-না-হারানো-পাথর-হৃদয় মানুষদের।

কলমের ঢাকনা না হারানো আর ছাতা না হারানো মানুষদের কাটাকাটিতেই বিশ্বযুদ্ধটুদ্ধ লেগেছিল। মাঝখান থেকে স্কন্ধকাটা কলমদের বয়ে যে মানুষটা জিন্দেগি গুজরান করলেন, তাঁর অবস্থা উলুখাগড়ার মত। সে বেচারির বুকপকেটে থ্যাবড়ানো নীল কালির ছাপ। বেমক্কা বৃষ্টিতে ভেজাকাক হয়ে তাঁর অটোরলাইনে দাঁড়ানোটুকু কোনওদিনই ইতিহাসের কোনও চ্যাপ্টারে জায়গা করে নিতে পারবে না।

No comments: