Tuesday, March 7, 2017

আরও মন্মথ

মন্মথর গল্প ১

মন্মথ বুকপকেট থেকে সিগারেটের বাক্স বের করলেন। তখনই খেয়াল হল হিপপকেটে লাইটারটা মিসিং।

যাচ্চলে। মেজাজটা চিড়বিড়িয়ে জ্বলে উঠলো। লাইটারের অভাববোধ খানিকটা কমে এলো তাই।

মন্মথর গল্প ২

ফিফটি শেডস অফ গ্রে পড়ে মন্মথর মাথায় অদ্ভুত সব বুদ্ধি কিলবিল করতে শুরু করল।
তবে চাবুক বা হ্যান্ডকাফের চেয়ে বেশি মজবুত আইডিয়া মাথায় এলো তার। হালখাতার সিজনে লেপ নামালেন তিনি।

মন্মথর গল্প ৩

মন্মথ তক্কে তক্কে ছিলেন। নীল হাফ শার্টের ছেলেটা কর্নার সীটের দু'টো টিকিট কাটতেই তিনি ফস করে তাঁদের পাশের সীটের টিকিট কেটে ফেলে বাড়িমুখো হলেন। মন্মথ শৌখিন। অজানা প্রেমিক প্রেমিকাদের স্পেস উপহার দেওয়াটা তার শখ।

No comments: