- ভাই পলাশ।
- কী ব্যাপার দাদা?
- শরীরটা কেমন করছে।
- সে কী দাদা, কাজের প্রেশার?
- ফাইলের স্তুপ তো দেখতেই পাচ্ছ ভাই। তবে তার জন্য নয়।
- জ্বর জ্বর?
- না। বুকে চিনচিন।
- হার্ট?
- অ্যাটাক ফ্যাটাক না।
- বদহজম?
- খানিকটা।
- ইনো দেবো? আমার ড্রয়ারে আছে বোধ হয়।
- ওতে হবে না ভাই। এ বুকজ্বালার নেচার অন্য।
- কীরকম?
- মোবাইলে ইন্টারনেট প্যাকটা শেষ হয়ে গেছে।
- তার জন্য বুক চিনচিন?
- আসলে অনেকক্ষণ ধরে অনেকটা ক্রিটিসিজম জমে দলা পাকিয়ে আছে বুকের কাছটায়। এদিকে অফিস পিসিতেও ফেসবুক ব্লক করা।
- সে কী!
- তোমার তো জিওর সিম। খোলামকুচি। টিথারিংয়ে ছড়িয়ে দাও। আমি একটু লগ ইন করি। নয়তো হাল দেখেছো তো, ডিসেম্বরেও ঘামছি।
Saturday, December 31, 2016
অসোয়াস্তি
Subscribe to:
Post Comments (Atom)
পুরনো লেখা
-
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোর...
-
আর চিন্তা নেই । বাঙালিকে আর রোখা যাবে না । আর সামান্য (সম্ভবত কিঞ্চিত গোলমেলে ) কবিতা ছাপাবার জন্যে সম্পাদক কে তোল্লাই দিতে হবে না ...
-
১ মেহেরের বুকটা ঢিপঢিপ করছিল। অনধিকার প্রবেশ ব্যাপারটা বেশ গোলমেলে। যদিও পেল্লায় ভাঙাচোরা এই সাতপুরনো বাড়িটার ধারেকাছেও কেউ ঘেঁষে না। সিকিউ...
-
- ব্রাদার, একটু অপেক্ষা করা যায় না? - চোপ শালা। বন্দুকের ছ'টা গুলিই গেঁথে দেব মুণ্ডুতে..। - অপচয় করবে কেন? একটা গুলিতে যদি ...
-
- কী ব্যাপার দত্ত, অমন ব্যাজার মুখে বসে যে। - ও কিছু না৷ - আরে ভায়া! বলো না৷ - বললাম তো মন্টুদা, অল ইজ ওয়েল। - অল যদি ওয়েলই হবে তবে সামনে র...
No comments:
Post a Comment