- শেষ।
- শেষ।
- স্যাট্ করে এলো...।
- আর ফ্যাট্ করে চলে গেল।
- মাইরি।
- রিজোলিউশন?
- ভুঁড়ি কে এক্সেপ্ট করতে শিখব।
- এটা রিজোলিউশন?
- দায়সারা মেনে নেওয়া নয়। ভালোবাসব। পরিচর্যা করব।
- ভুঁড়ির?
- মাইরি। যেটুকু আছে, সেটুকুর সঙ্গে সেন্স অফ অ্যচিভমেন্ট মিশিয়ে দিতে না পারলে আর করলামটা কী।
- তা অবিশ্যি ঠিক। আমিও ভাবছি প্রমোশন না পাওয়াটা সেলিব্রেট করব।
- প্রমোশন পেয়ে কেউ ইতিহাস বইতে ঢুকতে পেরেছে? কখনও পড়েছিস যে দু'হাজার বত্রিশ বিসিতে কেউ ডাবল প্রমোশন পেয়ে ব্রাঞ্চ হেড হয়েছে?
- এগজ্যাক্টলি। প্রমোশন রিজেক্ট করলে স্কচ খাব।
- প্রেমটেমের ব্যাপারে কিছু ভেবেছিস?
- সতেরোয়? প্রীতুর আশা এ বছর ত্যাগ করব।
- জিন্তা?
- ওহ। তুই তো আবার সারনেম জুড়ে ডাকিস।
- নতুন কেউ? এবারেও কি মুম্বই?
- নাহ। অদ্বিতীয়া দাসগুপ্ত। অফিসে নতুন এসেছে।
- তোর কলজে আছে?
- কলেজে থাকতে ছিল। তবে দেখি। সতেরোয় কিন্তু বেশ একটা ফীলগুড ওয়েদারের আভাস পাচ্ছি।
- ষোলোর শুরুতেও তাই বলেছিলি ভাই।
- এক বছর আগের আমি তো শিশু রে। ও বয়সে জাজমেন্টে স্ট্রেন্থ থাকে না।
- হ্যাঁ রে...।
- হুঁ?
- কিছুতেই কিছু না, না?
- ছাদ ব্যাপারটাকেও কিছু না বলবি? এই মাদুর পেতে রঙ মিলান্তি। এফ এমে রফি। অ্যাসাইলাম বলতে এটুকু তো রইলোই।
- ট্রু। "ছাদে চ'" ইজ দ্য ক্লোজেস্ট সাবস্টিটিউট টু "মা কাল পোস্ত কিন্তু"।
- অল দ্যাট ইজ লেফট।
- নেহ্। হরতনে হরতন।
- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না। - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোররাতে এই থানা থেকে একশো ফুট দূরত্বে ফুটপাথে আপনাকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যায়। - আপনার কনস্টেবল নিজের চোখে দেখেছে তো। - না না, সে'টাকে আমি কোশ্চেন করছি না। আমি শুধু সামারাইজ করছি। আপনার গায়ে দামী চিকনের পাঞ্জাবী, ঘড়িটার ডায়ালও সোনার হলে অবাক হব না। এ'রকম কাউকে বড় একটা ফুটপাথে পড়ে থাকতে দেখা যায় না। যা হোক। হরিমোহন কনস্টেবলের কাঁধে ভর দিয়ে আপনি থানায় এলেন। জলটল খেয়ে সামান্য সুস্থ বোধ করলেন। অল ইজ ওয়েল। নিঃশ্বাসে অ্যালকোহলের সামান্যতম ট্রেসও নেই। শরীরে নেই কোনও চোট আঘাত। - আমার কথা আমায় বলে কী লাভ হচ্ছে? আমি যে জরুরী ব্যাপারটা জানাতে মাঝরাতে ছুটে এসেছিলাম...সেই ব্যাপারটা দেখুন...। ব্যাপারটা আর্জেন্ট ইন্সপেক্টর মিশ্র। - আর্জেন্সিতে পরে আসছি। রাত সাড়ে তিনটে নাগাদ আপনি থানায় ছুটে এসেছিলেন। ওয়েল অ্যান্ড গুড। কিন্তু...ফুটপাথে পড়ে রইলেন কেন...। - এ'টাই, এ'টাই আমি ঠিক নিশ্চিত নই। মাথাটাথা ঘুরে গেছিল হয়ত। আফটার অল বা
Comments