Saturday, December 31, 2016

ষোলোর শেষে

- শেষ।
- শেষ।
- স্যাট্ করে এলো...।
- আর ফ্যাট্  করে চলে গেল।
- মাইরি।
- রিজোলিউশন?
- ভুঁড়ি কে এক্সেপ্ট করতে শিখব।
- এটা রিজোলিউশন?
- দায়সারা মেনে নেওয়া নয়। ভালোবাসব। পরিচর্যা করব।
- ভুঁড়ির?
- মাইরি। যেটুকু আছে, সেটুকুর সঙ্গে সেন্স অফ অ্যচিভমেন্ট মিশিয়ে দিতে না পারলে আর করলামটা কী।
- তা অবিশ্যি ঠিক। আমিও ভাবছি প্রমোশন না পাওয়াটা সেলিব্রেট করব।
- প্রমোশন পেয়ে কেউ ইতিহাস বইতে ঢুকতে পেরেছে? কখনও পড়েছিস যে দু'হাজার বত্রিশ বিসিতে কেউ ডাবল প্রমোশন পেয়ে ব্রাঞ্চ হেড হয়েছে?
- এগজ্যাক্টলি। প্রমোশন রিজেক্ট করলে স্কচ খাব।
- প্রেমটেমের ব্যাপারে কিছু ভেবেছিস?
- সতেরোয়? প্রীতুর আশা এ বছর ত্যাগ করব।
- জিন্তা?
- ওহ। তুই তো আবার সারনেম জুড়ে ডাকিস।
- নতুন কেউ? এবারেও কি মুম্বই?
- নাহ। অদ্বিতীয়া দাসগুপ্ত। অফিসে নতুন এসেছে।
- তোর কলজে আছে?
- কলেজে থাকতে ছিল। তবে দেখি। সতেরোয় কিন্তু বেশ একটা ফীলগুড ওয়েদারের আভাস পাচ্ছি।
- ষোলোর শুরুতেও তাই বলেছিলি ভাই।
- এক বছর আগের আমি তো শিশু রে। ও বয়সে জাজমেন্টে স্ট্রেন্থ থাকে না।
- হ্যাঁ রে...।
- হুঁ?
- কিছুতেই কিছু না, না?
- ছাদ ব্যাপারটাকেও কিছু না বলবি? এই মাদুর পেতে রঙ মিলান্তি। এফ এমে রফি। অ্যাসাইলাম বলতে এটুকু তো রইলোই।
- ট্রু। "ছাদে চ'" ইজ দ্য ক্লোজেস্ট সাবস্টিটিউট টু "মা কাল পোস্ত কিন্তু"।
- অল দ্যাট ইজ লেফট।
- নেহ্। হরতনে হরতন।

No comments: