Sunday, May 23, 2021

ইনভেস্টমেন্ট



- ইয়ে, তা এই শেয়ার মার্কেটের সিচুয়েশনটা কেমন বুঝছেন বিপিনবাবু?

- যারা ভেবেচিন্তে হিসেব কষে পা ফেলে, যাদের ডিসিপ্লিন আছে; তাদের জন্য শেয়ার মার্কেটে সবসময়ই রমরমা৷ 

- আপনার তা'হলে টুপাইস স্মুদলি আসছে বলুন৷

- আমি তো চুনোপুঁটি হে। সামান্য কয়েকটা টাকা এ শেয়ার থেকে ও শেয়ার খেলিয়ে চারাপোনার সাপ্লাইটা এনশিওর করে যাচ্ছি৷ 

- তা বিপিনবাবু, শেয়ারমার্কেটে যদি আমিও টাকা রাখতে চাই..।

- তাই বলো৷ এদ্দিন পর আমার শরীর-স্বাস্থ্যের খবর নিতে আসনি৷ এসেছ ধান্দা নিয়ে৷ 

- ধান্দা শব্দটা কেমন যেন ইয়ে৷

- স্পষ্ট কথাকে হামেশাই ওই ইয়েই মনে হয়।

- সহকর্মী হিসেবে আপনাকে আমরা কতটা রেস্পেক্ট করি বিপিনবাবু..। সে জন্যেই তো আজ..।

- প্রাক্তন সহকর্মী৷

- অফিস থেকে রিট্যায়ার করেছেন বলে কি আমরা আপনাকে ভুলে গেছি ভাবছেন? ছি ছি..। 

- ক্যাপিটাল কত?

- আজ্ঞে?

- মার্কেটে কত রাখতে চাও?

- কত রাখা উচিৎ বলুন তো? ফিক্সড ডিপোজিটই বলুন বা প্রভিডেন্ট ফান্ড, ইন্টারেস্ট তো নোজ-ডাইভ করছে। তাই ভাবছিলাম..লাখখানক টাকার শেয়ার কিনে যদি মাস ছয়েকের মধ্যে ডবল করা যায়..।

- মাস ছয়েকে টাকা ডাবল?

- আপনার মত দুঁদে কনসালট্যান্ট থাকতে..হে হে..।

- শেয়ার মার্কেটে অ্যালকেমির লজিক চলে না৷ তবে উপায় একটা আছে..।

- অপশনস? কল? পুট? ও'সব আমি বুঝব?

- না, না৷ ও'সব মামুলি এলাকায় পড়ে থাকলে তোমার চলবে না৷ তোমায় একটু অন্য স্কেলে যেতে হবে। 

- কী'রকম? 

- লটারির টিকিট কাটো৷ আর পাশাপাশি একের পর এক মানত করে যাও৷

- ঠাট্টা করছেন বিপিনবাবু?

- সিরিয়াস ভায়া। তবে মানতের লেভেলটা ক্রমশ বাড়িয়ে যেতে হবে৷ প্রথম শনিমন্দিরে পঞ্চাশটাকার সন্দেশ মানত করবে৷ তা'তে ফল না হলে কালীঘাটে পাঁঠা৷ তারপর কামাখ্যায় বালুচরী৷ তা'তেও শিকে না ছিঁড়লে তিরুপতিতে সোনার হার৷ বলা যায় না, কোটিটাকার সুটকেস কেউ বাড়ি পৌঁছে দিতে পারে৷ 

- আপনি আমার মক করছেন বিপিনবাবু৷

- অন দ্য কন্ট্রারি৷ শেয়ার মার্কেটে দু'মাসে টাকা ডবল করার চেয়ে স্ট্যাটিস্টিকালি সেফার অপশন সাজেস্ট করছি৷ ক্রিকেট বেটিং সাজেস্ট করতাম তবে বেআইনি কাজ উইক কলজে দিয়ে হবে না।

- ধুস।

- অন আ সিরিয়াস নোট৷ টাকা শিওর শট ডবল করতে যাওয়ার কয়েকটা উপায় আছে৷ এবং সে'টার জন্য দু'মাস অপেক্ষাও করতে হবে না৷ 

- সে'গুলোও শুনেই রাখি৷

- এক নম্বর, প্রয়োজনে মানুষের পাশে আলতো করে দাঁড়াও৷ মানিব্যাগ উপুড় করে দিতে হবে না, এই সামান্য কিছু। বিপদগ্রস্ত মানুষের হাতে দু'পয়সা গুঁজে দিয়ে জাস্ট সরে পড়ো৷ পিছু ফিরে তাকিও না। দু'নম্বর৷ ঘুরে বেড়ানোর প্ল্যান ছকে ফেলো। একবার সাহস করে, আখেরের চিন্তায় ঘাবড়ে না গিয়ে, বোনাসের টাকা আর একঝাঁক আর্ন্ড লীভ পাহাড়ে ঘুরে খরচ করে ফেলো৷ বুকের ভিতর হাইক্লাস ভালোবাসা জেনারেট হবে হে, আর তাতেই আখেরে মঙ্গল৷ এমন কোনও স্টক মার্কেটে নেই যা এই রিটার্ন ম্যাচ করতে পারে৷ কেমন?