Friday, May 21, 2021

অপম্যানিয়া

- আসুন দাদা, আসুন৷ হাউ মে আই সার্ভ ইউ? এই পঞ্চা! স্যারকে চেয়ারটা এগিয়ে দে৷
- ভালো দেখে এক পিস অপমান দেখান দেখি৷
- অবশ্যই অবশ্যই। পঞ্চা, চট করে অপমানের নতুন স্টকটা নিয়ে আয় বাবা৷ ইয়ে স্যার, আপনার জন্য এক কাপ চা বলে দিই?
- ওকে৷ তবে ব্ল্যাক। আর ইয়ে, অপমানের কোয়ালিটিটা যেন..।
- আপনাকে দেখেই বুঝেছি স্যার; টপক্লাস সমঝদার৷ আশা করি ডিস্যাপয়েন্ট করব না৷
- কী ব্যাপার, আড়াই সেকেন্ড হয়ে গেল৷ চা আসছে না কেন?
- বাহ্৷ বাহ্ বাহ্! এই না হলে অপমানিস্ট৷ শেষ এমন তেজি কাস্টোমার পেয়েছিলাম নাইনটি সেভেনে৷ নমস্কারের সময়ে আমার হাতের অ্যাঙ্গেলে গোলমাল ছিল বলে মুষড়ে পড়েছিলেন। তা ইয়ে, আপনি কি অল্পকথায় অপমান প্রেফার করেন না কি শিবের গীত না জুড়লে আপনাকে স্যাটিসফাই করা যায়না৷
- আমি মিনিমালিস্ট৷ জবরজং আমি প্রেফার করিনা৷
- শিল্পী মানুষ মশাই আপনি।
- ব্ল্যাকটীটা ইমিডিয়েটলি না দিয়ে আপনি আমার গালে থাপ্পড় কষিয়েছেন৷
- আরও দেরী করবে পঞ্চা৷ মাইরি বলছি, ছেলেটার খুব খেটে অপমানটপমান করে৷ আমি নিশ্চিত ও ব্ল্যাকটীর বদলে গুড়ের চা নিয়ে আসবে৷ আর ওই যে চেয়ারটা আপনাকে এগিয়ে দিয়েছে বসার জন্য? সে'টা তো ছারপোকার ডিপো৷
- বাহ্। কাস্টোমার ডিলাইটের দিকে আপনাদের বেশ ফোকাস আছে দেখছি৷
- হে হে হে৷ নিজেদের মুখে আর কী করে বলি বলুন...আপনাদের মত হাতেগোনা কিছু অপমানিস্টিদের জন্যেই অপমানিজমের আর্ট ফর্মটা আজও টিকিয়ে রাখতে পেরেছি।

No comments: