Sunday, September 16, 2018

চাঁদা

মাঝরাত বড় খতরনাক।

ঝালমিষ্টি চানাচুর ফুরিয়ে যাওয়ার আফশোষ ঘাড়ে চেপে বসে।

হাফ পাতা শিব্রাম পড়ে চার পাতা শৈলেন ভাবতে ইচ্ছে করে।

রেনল্ডস পেনের নীল ঢাকনা চিবিয়ে চিবিয়ে হদ্দ হয়েও ক্রসওয়ার্ড পাজলে নড়চড় দেখা যায়না।

বেদম খেপচুরিয়াস এসএমেস টাইপ করেও মুছে ফেলাটাই রুল অফ দ্য গেম, গজরগজরের জন্য নম্বর টাইপ করেও তা ডায়াল করার আগে মুছে ফেলাটাই সমিচীন।

নেহাত গান ছিল,
তাই টিকে থাকা।
না'হলে প্রতিদিন শেষ রাতে অন্তত লাখখানেক মানুষ রাণাঘাটের টিকিট কাউন্টারে পৌঁছে তিব্বতের টিকিট চাইতেন।

1 comment:

Unknown said...

এহহে, আগেরটাই রিপোস্ট হয়েছে। এটা ঠিক করে পোস্ট করুন প্লিজ 🥺