-খবর-
সুখবর।
আইআরসিটিসিতে টিকিট নেই।
মেকমাইট্রিপে খোঁজ নেওয়ার দম নেই।
সোশ্যাল প্রেশারে নার্ভফেল করে পুজোর ছুটিতে মাথার ঘাম পায়ে ফেলতে বাইরে যেতে হচ্ছে না।
-গল্প-
খরগোশ আর কচ্ছপ দৌড়বে।
প্রতিযোগিতা বলে কথা।
টান টান উত্তেজনা। উত্তেজনা ঠিক নয়। উল্লাস।
"খরগোশ জিতছেই" বলে কাগজে হেডলাইন। গাজর মার্কা তুবড়ি আর রংমশালে বাজার ছয়লাপ।
এমন সময় জানা গেল খরগোশের নাম "পুজো আসছে"।
আর কচ্ছপের নাম? "মানিব্যাগ খালি হচ্ছে"।
সেই যে খরগোশ গেল ভেবড়ে, তারপর কিছুতেই কিছু হল না। ফিনিশিং লাইন যখন খরগোশ পেরোলে তখন ওদিকে কচ্ছপ বাবাজী চিৎ হয়ে শুয়ে কীর্তন গাইছেন।
Comments