-   আচ্ছা ঘোষদা, সোমবার এলেই আপনার মেজাজ এমন খিঁচরে থাকে কেন
বলুন দেখি? 
-   ঢপের কাজ, ভাটের প্রেশার, রোব্বারের মাটনের হ্যাংওভার আর
টিফিন কেরিয়ারে আলু পটল। মেজাজ ভালো থাকবে কী করে মাইতি? আর তুমিই বা অমন দাঁত বের
করে ফি সোমবার ঘুরে বেড়াও কেন শুনি। খুব পীরিত নাকি অফিসের সাথে?
-   আরে ধুর। অফিস আবার একটা জায়গা হল। ফাইল আর ফাইল আর বড়
সাহেবের জুতোয় আমাদের থুতু। ধুর ধুর। আমি হাসি সোমবারের লেগ পুল করে। 
-   সোমবারের লেগ পুল করে?
-   মানে সোমবার কে নিয়ে ঠাট্টা করে আর কী। নিজেই নিজেকে শুনিয়ে
থাকি। সোমবারি ঠাট্টা। আর নিজেই ফিক ফিক করে হেসে থাকি। সিক্রেট টু মাই মন্ডে
স্মাইল্স। বুঝলেন কিনা ঘোষদা?
-   মানে ? কিরকম?
-   বলি?
-   অফ কোর্স। শুনি। 
-   কী বলে! 
-   অসোম শালা। 
-   ধুর। এটা কোন জোক হল? রামোঃ। 
-   আচ্ছা আরেকটা শুনুন। বলুন দেখি, সোমবার কোন নৃত্যের দিন?
-   তুমিই বল।
-   সাম্বার।
-   এ বাবা। ধুর। তুমি থামো দেখি। আমি কাজ করি বরং।
-   আর একটা প্লীজ। ঘোষদা, রিকুয়েস্ট। শুনুন না, এইটায় মজা
পাবেন। বলুন তো, দোসার প্রিয় দিন কোনটি?
-   সম্বর? 
-   আপনি জিনিয়াস ঘোষদা।
-   মাইতি, তোমার সেন্স অফ হিউমর পচে গেছে। জঘন্য, যা তা। 
-   বটে? আপনি জানেন স্বর্গে মনডে মানেই মাল খেয়ে আউট হওয়ার
দিন?
-   ছিঃ, সোম বার বলে বলছো? এগুলো জোক? তুমি এসব জোকে নিজে হাসো?
-   বেশ। এইটা বলুন। উত্তর দিতে পারলে আপনাকে নোবেল দেব। সুন্দর
একটি সোমবারের নাম কী হওয়া উচিৎ?
-   কী হওয়া উচিৎ? সোমসুন্দর?
-   আপনার নম্বর কাটা গেল। সুন্দর একটা সোমবারের নাম হওয়া উচিৎ
সুমন দে। অর্থাৎ সু-মন ডে। 
-   তুমি কী মানুষ মাইতি? বেরিয়ে যাও। এখুনি বেরিয়ে যাও আমার
চোখের সামনে থেকে। নয়তো বড়বাবুর কাছে আমি তোমার নামে কমপ্লেইন করবো।
-   পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ শুক্রবার ছিল তাই সবাই বন্দে
মাতরম বলে খান্ত হলে। কিন্তু সেটা সোমবার হলে যে ছন্দবাদের পয়েন্ট অফ ভিউ থেকে
দিব্যি মণ্ডেমাতরম বলা যেত সেটা খেয়াল রেখেছেন কী?
-   আমার শরীর খারাপ লাগছে মাইতি। প্লীজ। 
-   মান্ডে এলেই আপনি এত মানডেন হয়ে যান না ঘোষবাবু! 
-   হে ভগবান।
-   শুনুন না, মন্দের দলে না থাকলেই হলো, মান্ডের দলে থাকতে
ক্ষতি কী?
-   মাইতি!!!!!!
-   মন দিয়ে মন ডে তে কাজ করতে চাইছেন! এই তো? বেশ কাজ করবেন না
হয়। তার আগে শুধু বলে দিন যে আমাদের প্রত্যেক মান্ডের অফিসটা কলকাতার এই অফিস
পাড়ার ঘিঞ্জি গলির বদলে দিল্লীর মান্ডি হাউসের আশেপাশে হলে দারুণ হত না?  কী ঘোষবাবু? 
-   ভাই মাইতি। সরি। এই কান মলছি। তোমায় আর সোমবার নিয়ে ঘাঁটাবো
না। এবারে ফাইল গুলোয় একটু মন দিতে দাও ভাই, নয়তো আবার বিকেলে বড়বাবুর মিউজিক ফেস
করতে হবে। 
-   বড়বাবুর মিউজিক কী মান্নার কোন গানের সুরে বাজবে ঘোষবাবু?
-   মান্না? 
-   আজ মান ডে। তাই মিউজিক অফ মান্না ডে। হে হে হে  হে। ও কী! ও কী! পেপারওয়েট ছুঁড়ে মারবেন না কী?
 
 
5 comments:
যা তা :P
যা তা :P
মাথায় কটা স্ক্রু প্যাঁচ দিতে হল এগুলো বের করার জন্য?
Khub kharap. Seriously! :/
Haaaa haaaa darun
Post a Comment