Saturday, February 7, 2015

সুরেলা বাপের ছিচ্‌কে ছেলে



"বাংলা আমার জীবনানন্দ", বাপ গাইছিলে মনের সুখে।

"জীবনানন্দ কে বাবা?" ছেলে জানতে চাইলে। 

"বাংলার নিট পেগ, বুঝলি?", বাপ মিচকি হাসলে।

**
সেদিন যেমন। বাপ গান ধরলে, "আমায় ডুবাইলি রে,আমায় ভাসাইলি রে"

ছেলে শুধলে "এমন গান গাইছ কেন বাবা?"

বাপ বললে "সন্দীপ রে'র সিনেমা দেখে ফেলেছি যে"।

**
বাপ গাইছিলেন "বড় একা লাগে এই আঁধারে"। 

ছেলে জানতে চাইলে "আঁধার কই বাবা,চাঁদ আর কারেন্ট তো আছে"। 

বাপ চোখ মুছলে "আলো কই? রাতে পাতে নিরামিষ, চাঁদের ঠ্যাং আছে না কারেন্টের মুড়ো ?"

**
বাপ সবে "বনতল ফুলে ফুলে ঢাকা" ধরেছেন। ছেলে ঠুকে দিলে প্রশ্ন "বনতলে ফুল কেন বাবা?"

বাপ দরাজ হেসে বললেন "ক্যালক্যাটা ইজ বন জঙ্গল বাবু... অ্যান্ড ইট ইজ ফুল অফ পিপ্‌ল লাইক আস। দাস বনতল ফুলে ফুলে ঢাকা"।

**
বাপ গান জুড়লেন "আমি আমি জানি জানি"। 

ছেলে জানতে চাইবেই "কী জানো বাবা"? 

বাবা বললেন "চোরাবালি বিয়ে খানি, গিলেছে আমাদের রোজ"।

**
বাপের প্রিয় গান "দ্যাখো রে নয়ন মেলে..."। 

ছেলে বললে; "কী দেখবো বাবা?"। 

বাবা বললে "সুরেলা বাপের ছিচ্‌কে ছেলে"।

No comments: