যদি যুধিষ্ঠির কে করা
যক্ষের প্রশ্ন আর উত্তরগুলো যদি একটু অন্যরকম হত? কেমন হত? এর ওপর একটা লেখা
অনেকদিন আগে পোস্ট হয়েছে। এবার একটু
অন্যরকম ভাবে প্রশ্ন উত্তরগুলো গুছিয়ে নেওয়া। এখানে প্রথম কিস্তি।
ভালো কী ?
এগরোল।
খারাপ কী ?
ডিম ছাড়া যে কোন রোল। (চিকেন/মাটন রোল বলে কিছু হয় না, হয় এগ চিকেন নয় এগ মাটন। আদর্শ - ডাব্ল এগ চিকেন/মটন)।
সুখী কে ?
সদ্য ভাজা এগরোল যার হাতে
এই মাত্র এলো।
দুঃখী কে ?
এগরোলের ক্যালরি মাপেন
যিনি।
সবচেয়ে দ্রুত কী?
এগরোল প্রেমীর “এগরোল খেতে
হবে” চিন্তা।
সবচেয়ে শ্লথ কী?
রোলের অর্ডার দেওয়া আর
হাতে পাওয়ার মাঝের সময়ে ঘড়ির কাঁটা খানি।
সব চেয়ে ভারী কী?
পেঁয়াজ কম শসা বেশি
এগরোলের দায়ভার।
সব চেয়ে হালকা কী?
এগরোল খাইয়ের মেজাজ।
কলঙ্কের চেয়েও কালো কী?
ভেজ রোল।
হীরের চেয়েও দামী কী?
এগরোলের ভিতর সঠিক
পরিমাণে টাটকা কাঁচা লংকা কুচি আর লেবুর রসের কম্বিনেশন।
সাফল্য কী?
নিখুঁত এগরোল বানিয়ের
খোঁজ পাওয়া।
ব্যর্থতা কী।
বন্ধু কে?
যে আনন্দ আর দুঃখ, দুই’ই
এগরোল খাইয়ে ভাগ করে নিতে চায়।
শত্রু কে?
যে এগরোলে সস্ দিতে বারণ
করে।
আদর্শ ভালোবাসা কী?
এগরোলের
ডিম-লংকা-লেবু-নুন-পরোটা মাখা সুবাসের প্রতি।
আদর্শ ঘৃণা কী?
এগরোলের ভিতরে পনীরের
পুরের প্রতি।
Comments
tanmoy da tumi grt