Monday, October 4, 2021

পুজোর ছুটির দরখাস্ত



**সেপ্টেম্বর ১৮**

- স্যার৷
- বলে ফেলো ভাইটি।
- বিশ্বকর্মা পুজো ওভার৷
- বাঁচা গেছে৷ ফ্যাক্টরি শপফ্লোরে ওই হইহল্লা সহ্য করা দায়৷
- সেপ্টেম্বর শেষ হতে চলল৷
- করেক্ট। কোয়ার্টার এন্ড৷ মারমার কাটকাট সিচুয়েশন৷ প্রডাকশনে জান লড়িয়ে দিতে হবে৷
- তা তো বটেই৷ অফ কোর্স। জানটান লড়িয়েটড়িয়ে দেব'খন৷
- দ্যাটস দ্য স্পিরিট ভাইটি। জীবনের দু'টো সত্য, বুঝলে। পারলে নোটবুকে লিখে রাখো৷ নাম্বার ওয়ান, জন্মিলে মরিতে হবে৷ নোট করছ তো? গুড৷ নাম্বার ট্যু, প্রডাকশন টার্গেট মিট না করলে কেস খেতে হবে।
- পোয়েট্রি স্যর৷ পোয়েট্রি৷
- গুড। এ'বার তা'হলে এসো৷
- আসি৷ ইয়ে, তবে তার আগে৷ স্যার আসল কথাটাই বলা হয়নি৷
- বলে ফেলো।
- না মানে, সামনে পুজো।
- সামনে কোয়ার্টার এন্ড৷ তারপর ক্যালেন্ডার ইয়ার এন্ড৷ তারপর ফিনান্সিয়াল ইয়ার এন্ড৷
- স্যার, দিন চারেকের ছুটির বড় দরকার৷ সপ্তমী টু একাদশী৷ মাঝে বিজয়াটা অটোমেটিকালি ছুটি৷
- সর্বনাশ৷ ভাই, পারলে শরীর থেকে দু'চার পিস হাড়গোড় খুলে দিয়ে দিতে পারি, ডাংগুলি খেলো৷ কিন্তু ছুটি চেওনা৷
- ওকে স্যার৷ পুজোটো তা'হলে জলে গেল৷
- ব্রাভো৷ ইউ আর আ সোলজার ভাইটি৷ সেল্যুট।
**
**অক্টোবর ৩**
- এই যে ভাইটি৷ তুমি বাড়ি ফেরার টিকিট কবে কেটেছ?
- বাড়ি ফেরার টিকিট?
- ওই যে৷ সপ্তমী টু একাদশী৷
- আপনি ছুটি রিফিউজ করলেন তো৷
- এই নেদু বুদ্ধি নিয়ে তুমি ফ্যাক্টরি শপফ্লোর সামলাচ্ছো কী করে ব্রাদার?
- মানে?
- আমি বস! তুমি জুনিয়র৷ আমার কাজ তোমায় টাইট দেওয়া৷ টাইট না দিলে টীম গোল্লায় যাবে৷ ডিসিপ্লিন ঘেঁটে যাবে৷ প্রডাকশন লাটে উঠবে৷ এ তো কমনসেন্স৷ আর ছুটি চাইলেই যদি হরির লুটের মত বিলিয়ে দিই, তা'হলে তো তোমার মত জুনিয়ররা মাথায় উঠে নাচবে হে৷
- আমি ঠিক বুঝছি না স্যার৷
- তোমার কাজ প্রয়োজনে ছুটি চাওয়া৷ মাইন্ড ইউ, অপ্রোয়োজনে নয়৷ প্রয়োজনে ছুটি চাইবে৷ আমার কাজ সেই হকের ছুটি রিফিউজ করা৷ ক্লীয়ার?
- জলের মত৷
- তারপর তোমার কাজ সে রিফিউজালে আটকে না পড়ে ছুটি ম্যানেজ হবেই ধরে নিয়ে সমস্ত প্ল্যান প্রগ্রাম সেরে ফেলা। আরে! বাপ ধমকে জিওগ্রাফি পড়তে বসাচ্ছে বলে লুকিয়ে কমিক্স পড়বে না?
- কমিক্সটা পড়াই উচিৎ বোধ হয়৷ তাই না?
- হান্ড্রেড পার্সেন্ট৷ তারপর শেষ মুহূর্তে দেখবে ছুটি ঠিক ম্যানেজ হয়ে গেছে৷ ওই যে বললাম৷ কমনসেন্স৷
- হেহ্৷ মানে কী বলে যে আপনাকে স্যার...থ্যাঙ্কিউ৷ আসলে পুজোয় বাড়ি ফিরতে না পারলে মনটা কেমন..। বুঝতেই পারছেন৷ বলছি স্যার, আপনার বাড়িও তো এখানে নয়৷ আপনি পুজোয় বাড়ি ফিরবেন না?
- ভাইটু৷ হেড অফ ফ্যামিলি হওয়ার যে কী জ্বালা। এ ফ্যাক্টরিতে আমার উপরে কেউ নেই, আমার ছুটি রিজেক্টও তাই কেউ করে না৷ আর যে ছুটির আবেদন নাকচ করার কেউ নেই, সে ছুটি আদায় করা যে বড় মুশকিল ভাই৷ তোমরা ক'জন বাড়ি যাও৷ ঘুরে এসো, আই উইল হোল্ড দ্য ফোর্ট৷ কিন্তু মনে রেখো, ছুটি থেকে ফিরে এসে কিন্তু তুমি প্রডাকশনের জন্য বলি প্রদত্ত। মনে থাকবে?

No comments: