Monday, October 4, 2021

গুলবাজ ও সত্য



- বাজে কথা বলার আর জায়গা পাননি?
- ধর্মাবতার, বিশ্বাস করুন৷ আমি গুলবাজ নই।
- আপনি ২০২১ সাল থেকে এসেছেন?
- আজ্ঞে৷
- আপনি ২০২১ সাল থেকে টাইমমেশিনে চড়ে এই ২০৯৪তে এসেছেন? সরকারি ইনাম পাওয়ার লোভে এত বড় একটা গাম্বাট মিথ্যে বলে যাচ্ছেন?
- আর কতবার বলব ধর্মাবতার৷ এ কথা সর্বৈব সত্য৷
- আপনি মহা ফেরেব্বাজ মানুষ মশাই৷ খামোখা আদালতের সময় নষ্ট করছেন৷ আপনাকে জেলে বন্দী করে টানা দেড় মাস দিনে আড়াই ঘণ্টা করে কাতুকুতু দেওয়া হবে৷
- দোহাই ধর্মাবতার, আমার টাইমমেশিন আবিষ্কার মিথ্যে নয়।
- তা'হলে সেই মেশিনে করে আপনি ফেরত যাচ্ছেন না কেন?
- ও মা৷ একবার ট্র্যাভেল করেই জ্বালানির কেরোসিন শেষ তো৷ আর আপনাদের এ যুগে দেখছি কেরোসিন আর নেই৷
- আপনার ওই টিনের ডিবে কেরোসিনে চলে?
- সঙ্গে একটু রসুনবাটা আর অল্প কর্পূর মিশিয়ে নিতে হয়৷ ফর বেটার মাইলেজ৷
- আপনি গুলবাজিতে নোবেল পাবেন।
- ২০৯৪ সালে গুলের নোবেলও চালু হয়ে গেছে কি? বাহ্৷ শুনে গর্ব হচ্ছে স্যার৷ তবে আমি যাহা বলিতেছি, সত্য বলিতেছি৷ বলুন গীতা, কোরান, বাইবেল..কোনটা ছুঁয়ে বলতে হবে।
- ন্যাকামো করবেন না৷ হাইয়েস্ট রিলিজিয়নের বই ছুঁয়ে বলুন দেখি যে আপনি ২০২১ সাল থেকে টাইম মেশিন বানিয়ে এসেছেন৷ আপনার সামনে ওই যে বই রাখা আছে৷ ওটা ছুঁয়ে বলুন৷
- ইয়ে, আসলে আমি যেহেতু ২০২১ সালের মানুষ৷ আমার জন্য ওই বাইবেল-কোরান-গীতাই ভালো৷ সব কটাই আনিয়ে দিননা৷ সে'গুলো ছুঁয়ে আমি হলফ করে বলে দিচ্ছি আমার এই টাইম মেশিনের কথা৷
- বেশ তো। আমাদের এই সর্বোচ্চ ধর্ম যদি আপনার কাছে গুরুত্বহীনই হয়, তবে এই ধর্মগ্রন্থ ছুঁয়ে আপনার যা বলার বলে দিন৷
- ইয়ে মানে...।
- আদালতের হাতে অত খাজা সময় নেই৷ ক্যুইক ক্যুইক৷ ওই বই ছুঁয়ে বলে ফেলুন যে আপনি টাইমমেশিনে চড়ে এ যুগে এসেছেন৷ নয়ত কয়েকমাস কাতুকাতুসহ কারাবাস৷
- আসলে..হয়েছে কী...।
- এখুনি ও বই ছুঁয়ে বলুন নয়ত কিন্তু গোটা বছর কাতুকুতু ডাইজেস্ট করতে হবে৷ ও'সব ওপরচালাকি আমরা বরদাস্ত করব না৷
- মাফ করুন ধর্মাবতার৷ পায়ে পড়ছি৷ আমায় ক্ষমা করুন৷ নেহাতই ইনামের লোভে এত বড় গুল ঝাড়তে গেছিলাম৷ টাইমমেশিন কেন, আমি ভালো করে দেওয়ালে পেরেকও ঠুকতে পারিনা৷ কাজেই আবোলতাবোল ছুঁয়ে এত বড় মিথ্যে আমি বলতে পারব না ধর্মাবতার। আমি গুলবাজ হতে পারি, কিন্তু ধর্মকে কাঁচকলা দেখানোর দুঃসাহস আমার নেই।

No comments: