Tuesday, April 28, 2020

প্রধানজীকোন গানের সুর যে কখন কীভাবে মনে ধরে।
কোন বাতেলা যে কখন ইন্সপিরেশন বলে মনে  ঠেকে। 
কোন ক্লিশে যে কখন "আরে, এইত্তো আমরা" বলে পিঠে হাত রাখে।
কোন সাদামাটা সিনেমার দৃশ্য থেকে কখন কী'ভাবে যে স্কুল-ছুটির দুপুরে পড়া গল্পের বইয়ের পাতার গন্ধ খুঁজে পাওয়া যায়।
কোন অগোছালো খটখটে সম্পর্কের গায়ে আচমকা কীভাবে যে ইয়ারদোস্তির উষ্ণতা এসে স্পর্শ করে। 
কে যে কখন কোন বেনিয়মের আবডালে সংসার খুঁজে পায়;

অঙ্ক কষে সে'সব বিটকেল হিসেবের তল পাওয়া যাবে ভেবেছেন?

No comments:

দ্য গ্র‍্যান্ড তুকতাক

- কী চাই? - হুঁ? - কী চাই? চাকরীতে টপাটপ প্রমোশন বাগানোর মাদুলি? শুগার কন্ট্রোলে রাখার তাবিজ? হাড়বজ্জাত মানুষজনের বদনজর এড়িয়ে চল...